• " />

     

    মুস্তাফিজকে বিশ্রাম দিতে আপত্তি নেই সাসেক্সের

    মুস্তাফিজকে বিশ্রাম দিতে আপত্তি নেই সাসেক্সের    

    শুক্রবার  গ্লস্টারশায়ারের সঙ্গে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা ছিল সাসেক্সের। মুস্তাফিজ খেলেননি সেখানে অবধারিতভাবেই, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি ব্যস্ত আইপিএল খেলতে। সাসেক্সের পরের ম্যাচটাও তিনি খেলতে পারবেন না, সানরাইজার্স আইপিএলের নক-আউট পর্বে ওঠায় প্রায় ২৯ মে পর্যন্ত ভারতেই থাকতে হবে মুস্তাফিজকে।

     

    সূত্র বলছে, মুস্তাফিজ আইপিএল খেলে এসে একটু বিশ্রাম চান। টানা খেলার মধ্যে আছেন, ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক। বাস্তবতা বোঝেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। তবে সাসেক্সে তাঁকে পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই রাইটের, ‘ফিজ অবশ্যই আসছে। তবে আমরা এখন এটাই পরিস্কার করতে চাচ্ছি, সে আসলে কয়টা ম্যাচ খেলবে,’ দ্য আরগুসকে বলেছেন রাইট।

     

    আইপিএলে এ পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাংলাদেশী পেসার

     

    মুস্তাফিজ যে একটু বাড়তি বিশ্রাম চান, রাইট সেখানেও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন, ‘আমাদের বুঝতে হবে, সে একজন তরুণ, যে বাড়ি থেকে অনেকদিন ধরেই দূরে আছে। আছে আবার এমন পরিবেশে, যে ভাষাটাও সে বলতে পারে না। অনেকগুলো ম্যাচ খেলেছে সে, আমরা তাকে বিশ্রামের জন্য যথেষ্ট সময়ই দিব। এখানে আসার পর যাতে সে সেরাটাই দিতে পারে।’

     

    তরুণ বাংলাদেশী পেসারকে যে মৌসুমের শুরু থেকে পাবেন না, তাও জানতেন রাইটরা, ‘আমরা সবসময়ই জানতাম, সে প্রথম দুইটা ম্যাচ মিস করবে। এখন দেখার একটাই বিষয়, সে একটা অতিরিক্ত ম্যাচ মিস করে কিনা। আমরা তাকে অবশ্যই যতো বেশী সম্ভব ম্যাচের জন্য চাই, সে তো দারুণ ফর্মে আছে। তবে একটা ম্যাচ বেশী মিস করলেও তাকে আমরা বেশ কয়েকটি ম্যাচের জন্যই পাব।’

     

    মুস্তাফিজকে পেতে যে মরিয়াই হয়ে আছে তাঁর কাউন্টি, রাইট জানিয়েছেন সেটাও, ‘আমরা যখন তাকে নিয়ে ‘গবেষণা’ করেছি, সবাই আমাদের বলেছে, সে কতো বড় ক্রিকেটার হতে যাচ্ছে। কুমার সাঙ্গাকারার মতো কেউ যখন কাউকে বিশেষ কিছু বলবে, অবশ্যই তাকে নজরে নিতে হবে।’

    সাসেক্স তাঁকে ‘নজরে’ নিয়েছে, মুস্তাফিজ সাসেক্সের দিকে শীঘ্রই নজর ফেরালেই নিশ্চয়ই খুশী হবে কাউন্টিটি!