• " />

     

    আত্মঘাতি ভাই, অলিম্পিয়ান ভাই

    আত্মঘাতি ভাই, অলিম্পিয়ান ভাই    

    এক ভাই 'হন্তারক'। নাজিম, ব্রাসেলসের মেট্রোতে ২২ মার্চের আত্মঘাতি বোমা হামলাকারীদের একজন, যে হামলায় প্রাণ গেছে ৩২ জনের। সেই 'হন্তারক'-এর ভাইয়ের হাতেই এবার উঠবে বেলজিয়ামের পতাকা বহনের ভার!

    ইউরোপিয়ান তায়কায়ান্দো চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জিতেছেন মৌরাদ লাচারুই, আসছে রিও অলিম্পিকে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করাটাও নিশ্চিত হয়ে গেছে তাঁর।

    ২১ বছর বয়স্ক মৌরাদ খেলবেন অনূর্ধ্ব-৫৮ কিলোগ্রাম ক্যাটাগরিতে। শুক্রবার সুইজারল্যান্ডের মনট্রিক্সে অনূর্ধ্ব-৫৪ ক্যাটাগরিতে স্বর্ণ জেতার পর ফ্লেমিশ তায়কায়ান্দো ফেডারেশন তাঁকে আখ্যায়িত করেছে ‘ইউরোপের লাইটওয়েটের রাজা’ হিসেবে।

     

    ২২ মার্চ ব্রাসেলস আক্রমণের পরদিন মৌরাদ ভাইকে নিয়ে বলেছিলেন, ‘আমার ভাই ছিল বেশ বুদ্ধিমান, সুন্দর একটা ছেলে। সিরিয়ায় যাওয়ার আগে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত হওয়ার কোনো লক্ষণই ছিল না। ২০১৩ সালে সিরিয়া যাওয়ার পরই সে পরিবারের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে।’

    ‘এটা অদ্ভূত। একই পরিবার, একসংগে বেড়ে ওঠা। একজন কতো ভালর দিকে গেল, আরেকজন কতো খারাপের দিকে!’ আইনজীবী বলেছিলেন দুই  ভাইকে নিয়ে, কোর্টে।

    সেই ভালোটা এবার বেশীই হচ্ছে মৌরাদের, অলিম্পিকযাত্রা! বেঁচে থাকলে নাজিম কি ভাইয়ের অর্জনে খুশী হতেন?