• " />

     

    অবশেষে শেষ পিরলো যুগ?

    অবশেষে শেষ পিরলো যুগ?    

    জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন ২০০২ সাল থেকে। বয়সভিত্তিক দল থেকে হিসেব করলে ইতালির জাতীয় ফুটবলের সাথে তাঁর সম্পর্কটা ২২ বছরের। গত বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। তবে জুভেন্টাসে তাঁর পুরনো কোচ অ্যান্তোনিও কন্তে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর পুনরায় ফিরে এসেছিলেন, ইউরোর বাছাইপর্বেও খেলেছেন একাধিক ম্যাচ। তবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মূল পর্বের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলেই জায়গা হয় নি আন্দ্রেয়া পিরলোর।

    ইউরোর গত আসরে যার দেয়া গোলে ফাইনালের টিকিট কেটেছিল আজ্জুরিরা, সেই মারিও বালোতেল্লিরও জায়গা হয় নি প্রাথমিক স্কোয়াডে। বাদ পড়েছেন ফরোয়ার্ড সেবাস্টিয়ান জিওভিঞ্চো-ও।

     

     

    আমেরিকান মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির হয়ে খেলছেন পিরলো। একই লিগে জিওভিঞ্চো খেলেন টরন্টোর হয়ে। লিগ ম্যাচের জন্য গত সপ্তাহে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প থেকে চলে যেতে হয় দু’জনকেই। তবে যাবার আগে উভয়েই প্রত্যাশা ব্যক্ত করে গিয়েছিলেন ডাক পাবার। সে আশায় আপাতত গুঁড়ে বালিই।

    ওদিকে লিভারপুল থেকে ধারে এসি মিলানে থাকা স্ট্রাইকার বালোতেল্লির বাদ পড়াটা অনুমিতই ছিল। এবারের সিরি আ’তে কুড়ি ম্যাচ খেলে বালোতেল্লি জাল খুঁজে পেয়েছেন কেবল একবার।

    আগামী মাসে শুরু হতে যাওয়া ইউরোতে গ্রুপ ই’তে ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেন।