তামিমের আরেকটি 'প্রথম'
আরেকটি ‘প্রথম’ এর মালিক হলেন তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ম্যাচের আগে তামিমের লিস্ট ‘এ’ তে রান ছিল ৫৯৬২। ৫৫ রানের ইনিংসের পথেই ছয় হাজার ছোঁয়া হয়ে গেছে তাঁর।
তবে লিস্ট ‘এ’ তে ঘরোয়া ম্যাচের ‘অবদান’ খুব বেশী নয়, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতেই তামিমের রান ৪৭১৩।
প্রথম শ্রেণী, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি, তিন ফরম্যাট মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে বেশী রান তামিমেরই। ১৪৬১৯ রান নিয়ে শীর্ষে তামিম, এরপরই আছেন সাকিব আল হাসান (১৩১৪৭) ও মোহাম্মদ আশরাফুল (১২৮৮৯)। লিস্ট ‘এ’-তে ছয় হাজার ছোঁয়ার অপেক্ষায় থাকা মুশফিকের তিন ফরম্যাট মিলিয়ে রান ১২৪১৪।
এ মৌসুমে প্রিমিয়ার লিগ না খেলা সাকিবের অপেক্ষাটা দীর্ঘই হবে, লিস্ট ‘এ’-তে এ অলরাউন্ডারের সংগ্রহ ৫২৭৬।
সব মিলিয়ে লিস্ট ‘এ’-তে সর্বোচ্চ রানের রেকর্ডটা গ্রাহাম গুচের। গুচের রানসংখ্যা বাংলাদেশী ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আকাশচুম্বী, ২২২১১! এরপরই আছেন আরেক ইংলিশ গ্রায়েম হিক, দুদিন আগেই পঞ্চাশ বছরের কোটা ছোঁয়া হিকের রান ২২০৫৯।
আর আন্তর্জাতিক ওয়ানডেতেই ১৮২৪৬ রান করার শচীন টেন্ডুলকার ২১৯৯৯ রান নিয়ে আছেন তালিকার তৃতীয়তে।
ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ এর মর্যাদা পেয়েছে ২০১৩ সালে। গুচ-হিকদের কাছাকাছি যেতে অপেক্ষাও করতে হবে তাই দীর্ঘকালই!