• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ২০২৩
  • " />

     

    নিউজিল্যান্ডে যেসব রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার

    নিউজিল্যান্ডে যেসব রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার    

    ৫৮ বলে ফিফটি, ১১৬ বলে সেঞ্চুরি। এরপর ১৫১ রানের ১৬৯ রান করে ইনিংস শেষ করলেন। নিউজিল্যান্ডের নেলসনে সৌম্য সরকার আ রেকর্ডবুকে অনেক কিছুই নতুন করে লিখেছেন। 

    নিউজিল্যান্ডের সফরকারী কোনো ব্যাটারের ওয়ানডেতে সর্বোচ্চ রান ছিল ম্যাথু হেইডেনের অপরাজিত ১৮১। তবে ২০০৭ সালের সেই রেকর্ড ভাঙবতে না পারলেও সৌম্য ভেঙেছেন নিউজিল্যান্ডে এশিয়ান কোনো ব্যাটারের ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৯ সালে শচীন টেন্ডুলকারের ১৬৩ রান ছিল এশিয়ান কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। 

    নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশি কোনো ব্যাটারের এটা ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি। এর আগে করেছিলেন মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। সর্বোচ্চ ছিল ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে মাহমুদউল্লাহর ১২৮ রান, সৌম্য ভেঙে দিয়েছেন সেটাও।

    বাংলাদেশের ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কাছাকাছিও গিয়েছিলেন সৌম্য, কিন্তু লিটন দাসের ৭৬ রানের রেকর্ড ভাঙা হয়নি। তবে দেশের বাইরে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ঠিকই করেছেন। এর আগে ২০০৯ সালে বুলাওয়েতে তামিম ইকবালের জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান ছিল এতদিন দেশের বাইরে বাংলাদেশের কারও সর্বোচ্চ রান।