• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ২০২৩
  • " />

     

    মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির জয়

    মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির জয়    

    ২য় টি-টোয়েন্টি, নিউজিল্যান্ড-বাংলাদেশ (টস-বাংলাদেশ/বোলিং)
    নিউজিল্যান্ড - ৭২/২, ১১ ওভার (সাইফার্ট ৪৩, মিচেল ১৮*, সাকিব ১/১৫, শরিফুল ১/১৬)
    ফলাফল - ম্যাচ পরিত্যক্ত


     

    দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে পারলে বাংলাদেশ গড়তে পারত নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো ফরম্যাটেই প্রথম সিরিজ জয়ের ইতিহাস। বাংলাদেশের সেই সম্ভাবনায় জল ঢেলে বৃষ্টিই হাসল শেষ হাসি।

    বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের শুরুট হয়েছিল মনমতই। আরও একবার শরিফুলের শিকার হয়ে শুরুতেই ফিরেছিলেন অ্যালেন। তবে সেখান থেকে ব্যাটের কানায় লেগে চার-ছয় পেয়ে যাওয়ার পর রুদ্রমূর্তি ধারণ করেন টিম সাইফার্ট। সাকিবকে এই ওপেনার এক হাত নিলেও দুজনের লড়াইয়ে সাকিবই পেয়েছিলেন জয়। শান্তর দারুণ ক্যাচটাও কিউই ওপেনারের ২৩ বলে ৪৩ রানের ইনিংসের ইতি টানার জন্য ধন্যবাদ প্রাপ্য। অবশ্য এই ক্যাচ লুফে নিতে না পারার কারণেই উইকেটে টিকে ছিলেন মিচেল। মোস্তাফিজের ভাগ্য খারাপ বলতেই হয়। দুবার মিচেলকে স্লোয়ারের ফাঁদে ফেলেও আফিফ ও সাকিবের সুযোগ লুফে নিতে না পারায় উইকেটের দেখা পাননি তিনি। দিনশেষে অবশ্য সেই আক্ষেপে পোড়ার সুযোগ নেই। ম্যাচের প্রথম ওভার থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার পর অবশ্য ১১ ওভারে এসে থামে খেলা; শেষমেশ আর খেলা মাঠেও গড়াতে পারেনি। বাংলাদেশকে তাই শেষ টি-টোয়েন্টিতেই নজর দিতে হচ্ছে আপাতত। তবে সিরিজ হারার যে আর সুযোগ নেই সেই নিশ্চয়তা থেকেই আজ সান্ত্বনা দিতে পারে তারা নিজেদের।