• আইপিএল ২০১৬
  • " />

     

    অবশেষে কলকাতাকে হারালো মুস্তাফিজের হায়দ্রাবাদ

    অবশেষে কলকাতাকে হারালো মুস্তাফিজের হায়দ্রাবাদ    

    লিগ পর্বের দু’ ম্যাচেই এ দু’ দলের দ্বৈরথে জয়ী দলের নাম কলকাতা নাইট রাইডার্স। তার উপর দিল্লীতে টসজয়ীদের ম্যাচ জেতার রেকর্ডটা নব্বই শতাংশের উপর। ম্যাচের আগের হিসেবনিকেশে তাই অন্তত এগিয়ে ছিল কলকাতাই। তবে টস হেরে হায়দ্রাবাদের বোর্ডে তোলা ১৬২ রান শেষপর্যন্ত একটু বেশীই ঠেকে গেলো নাইটদের কাছে। ২২ রানে ‘এলিমিনেটর ওয়ান’ লড়াই জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো মুস্তাফিজের দল। শুক্রবারের ‘সেমি ফাইনাল’ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ গুজরাট লায়ন্স।

     

    বল হাতে চলতি আইপিএলে আরও একবার উইকেটশূন্যই থেকে যেতে হল মুস্তাফিজকে। তবে স্রেফ স্কোরকার্ড দিয়ে ফিজের বোলিংটা বোধহয় বিচার না করাই ভালো। অ্যাকশনের বৈচিত্র্যে যথারীতি পরাস্ত করে গেছেন ব্যাটসম্যানদের। বিশেষ করে ডেথ ওভারে তো নিজেকে করে তুলছেন মোক্ষম এক অস্ত্রই। শেষ দু’ ওভারে রান দিয়েছেন মাত্র সাত করে। দুর্দান্ত একাধিক ইয়র্কারেও উইকেটের দেখা না পাওয়াটা আক্ষেপেরই। তবে ভুবনেশ্বর-হেনরিক্সদের নিয়মিত বিরতিতে ফেলা উইকেট কলকাতার রানের চাকা থামিয়ে দেয় ১৪৮ রানে।

     

    প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ লড়াই করার মতো পুঁজি পায় মূলত যুবরাজ আর হেনরিক্সের ব্যাটে। যুবরাজ ৩০ বলে ৪৪ আর হেনরিক্স ২১ বল থেকে করেন ৩১ রান।


    অসুস্থতার কারণে আজ কলকাতার হয়ে মাঠে নামেন নি আন্দ্রে রাসেল। একাদশে ছিলেন না সাকিব আল হাসানও। উইনিং কম্বিনেশন ভেঙে কেন সাকিবকে বসিয়ে রাখা, দিন শেষের পরাজয়ে সে প্রশ্নটা থেকেই গেলো।