• প্যাভিলিয়নে প্যাভিলিয়ন
  • " />

     

    ২০২৪ : বছরজুড়ে কী কী থাকছে খেলার মাঠে?

    ২০২৪ :  বছরজুড়ে কী কী থাকছে খেলার মাঠে?    

    খেলায় খেলায় শেষ হয়েছে ২০২৩ সাল। শুরু হয়েছে নতুন বছর ২০২৪। ২০২৩ সালের মতোই খেলায় ঠাঁসা থাকছে এই বছরও। আছে বাংলাদেশ ক্রিকেট-ফুটবলের ব্যস্ত সূচি। জমজমাট হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল; চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট, ফাইনাল আর ইউরো দিয়ে। শুরুর দিকেই মাঠে গড়াবে আফকন। বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও টেনিসের চারটা গ্র্যান্ডস্ল্যামের সাথে অলম্পিক গেমসের পর্দাও উঠবে এই বছরই। 

    এক নজরে দেখে নিন বছরের কোন মাসে কী খেলা থাকছে : 

    জানুয়ারি

    বিপিএল

    আফ্রিকান কাপ অফ নেশন্স

    অস্ট্রেলিয়ান ওপেন 

    এএফসি এশিয়ান কাপ  

    অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

    ফেব্রুয়ারি

    শ্রীলংকার বাংলাদেশ সফর

    ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ

    নক-আউট পর্ব 

    মার্চ

    আইপিএল

    বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 

    বাংলাদেশের বিশ্বকাপ বাছাই 

    এপ্রিল

    জিম্বাবুয়ের বাংলাদেশ সফর 

    মে 

    ফ্রেঞ্চ ওপেন 

    ইউয়েফা ইউরোপা লিগ ফাইনাল 

    ফেডারেশন কাপ ফাইনাল

    জুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ 

     ইউরো

    কোপা আমেরিকা 

    ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

    বাংলাদেশের বিশ্বকাপ বাছাই

    জুলাই

    বাংলাদেশের আফগানিস্তান সফর 

    অলিম্পিক 

    উইম্বলডন

    আগস্ট

    বাংলাদেশের পাকিস্তান সফর 

    ইউএস ওপেন 

    প্যারালিম্পিকস

    সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

    সেপ্টেম্বর

    বাংলাদেশের ভারত সফর

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    ইউয়েফা নেশন্স লিগ

     

    অক্টোবর

    দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর 

    নারী সাফ চ্যাম্পিয়নশিপ

    নভেম্বর

    বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর