ইংল্যান্ডে দিবা-রাত্রির টেস্ট?
অ্যাডিলেড ওভালই হয়ে আছে একমাত্র ভেন্যু, দিবা-রাত্রি টেস্ট আয়োজনে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজে হওয়ার কথা ছিল আরেকটি, তবে আফ্রিকানদের আপত্তিতে সে পরিকল্পনা থেকে হয়তো সরেই আসতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
তবে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডেই দেখা যেতে পারে শ্বেত-শুভ্র ক্রিকেট, ফ্লাডলাইটের রোশনাইয়ে। ২০১৭ সালের গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি টেস্ট দিবা-রাত্রির করার কথা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে বার্মিংহামের এজবাস্টন আর ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসের লন্ডনকে।
এজবাস্টন-ভিত্তিক কাউন্টি ওয়ারউইকশায়ারের প্রধান নির্বাহী নেইল স্নোবল বলছেন, ‘আমরা আমাদের মধ্যে কথা চালিয়ে যাচ্ছি। আমাদের মনে হয়, এটা বিবেচনায় নেয়া যায়।'
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাধারণ অবস্থায় টেস্ট ম্যাচ আয়োজনে ভাল একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ওয়ারউইকশায়ার। ফ্লাডলাইটের আলোয় তা হলে দর্শকদের উপস্থিতি বাড়বে বলেও ধারণা তাঁদের।
দর্শক টানা নিয়ে অবশ্য তেমন ‘চিন্তা’ নেই এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের। তবে আসছে জুনে তাঁদের মিটিংয়েও কথা হবে এ নিয়ে। অবশ্য লর্ডসের ক্ষেত্রে সমস্যা একটু ভিন্ন, বছরে ফ্লাডলাইট ব্যবহারের অনুমতি আছে তাঁদের ১৫ দিনের। শহরের অধিবাসীদের সুবিধার ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত। সেক্ষেত্রে এক মৌসুমে দুইটি টেস্ট ফ্লাডলাইটের আলোয় আয়োজনের চিন্তা তাঁদের।
এর আগে আসছে বাংলাদেশ সফরেও একটি টেস্ট দিবা-রাত্রির খেলার আগ্রহের কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইসিবি। আর নিউজিল্যান্ড ক্রিকেট ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সঙ্গেই ঘরের মাটির সিরিজে খেলতে চায় একটি দিবা-রাত্রির টেস্ট।
দিবা-রাত্রির টেস্ট, তাহলে ছড়িয়েই পড়ছে!