বাংলাদেশকে ভুলবেন না স্ট্রিক
মে, ২০১৪। চুক্তিটা ছিল দুই বছরের। তবে উল্লেখ করা ছিল কর্মদিবসও। হিথ স্ট্রিকের দুই বছরে কাজ করার কথা ছিল ৪৫০ দিন। বাংলাদেশ জাতীয় দল এবং বোর্ডের অধীনে অন্যান্য প্রতিনিধিত্বশীল দলের বোলিং উপদেষ্টা হিসেবে ছিলেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক।
'ছিলেন', কারণ, এ মাসেই শেষ হওয়া চুক্তিটা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন স্ট্রিক, 'আমি সিদ্ধান্ত নিয়েছি, এ মাসের শেষে আমার চুক্তি শেষ হলে (বাংলাদেশ) জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিব। ২০১৪ সালে আমাকে এ সুযোগটা দেয়া জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাই।' তাঁর এজেন্ট টূইটারে জানিয়েছেন এ বিবৃতি।
স্ট্রিককে মিস করবে বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেটে তাহলে শেষই হয়ে গেল স্ট্রিক-অধ্যায়। তবে দায়িত্ব ছাড়লেও বাংলাদেশকে ভুলবেন না স্ট্রিক, ‘এটা উপভোগ্য এক অভিজ্ঞতা ছিল। আর বাংলাদেশের উন্নতিটা আমি অনুসরণ করেই যাব।’
দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য এটাকেই উপযুক্ত সময় মানছেন তিনি, ‘আমার মনে হয় আমার এবং আমার পরিবারের জন্য এটাই সঠিক সময়, সিদ্ধান্ত নেয়ার। আমি আমার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’
তাঁর দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে।
সম্প্রতি কথা উঠেছিল, ব্যাঙ্গালোরে বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট একাডেমিতে আবেদন করেছেন। স্ট্রিক বর্তমানেও আছেন ভারতেই, আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে।