এই ম্যাচেই নেই মুস্তাফিজ!
এবারের আইপিএলেই অভিষেক, লিগ পর্বে খেলেছেন প্রতিটি ম্যাচেই। প্রথম ‘এলিমিনেটর’ ম্যাচেও ছিলেন দলে। তবে শেষ পর্যন্ত বাদ পড়লেন মুস্তাফিজ। খেলছেন না গুজরাট লায়ন্সের বিপক্ষে আজকের ‘সেমিফাইনাল’ ম্যাচে। টসের সময় সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে হালকা চোটের কারণে আজ মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের তরুণের।
মূলত মুস্তাফিজের কারণেই পুরো টুর্নামেন্টে দর্শক বনে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্ট আজ সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো আইপিএলের কোনো ম্যাচে মাঠে নামার।
আজকের ম্যাচে জেতা দল আগামী রবিবার ফাইনালের লড়াইয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে।