ফাইনালে উঠল মুস্তাফিজের হায়দ্রাবাদ
ম্যাচের আগেই বড় একটা আঘাত পেয়েছিল হায়দ্রাবাদ। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত মুস্তাফিজের অভাবটা টের পেতে দেননি ডেভিড ওয়ার্নার। ৫৮ বলে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংসে ফাইনালে নিয়ে গেছেন হায়দ্রাবাদকে।
বোলিংয়ের শুরুতে মুস্তাফিজের অভাব বুঝতে দিচ্ছিলেন না ভুবনেশ্বর কুমার ও ট্রেন্ট বোল্ট। মুস্তাফিজের জায়গায় সুযোগ পেয়ে শুরুতেই উইকেট নিয়েছেন বোল্ট, আউট করেছেন রায়নাকে। কিন্তু শেষ দিকে মুস্তাফিজের অভাব ঠিকই টের পেয়েছে সানরাইজার্স। শেষ ১০ ওভারে ৯৫ রান তুলেছে গুজরাট লায়নস, সব বোলারই কম বেশি রান দিয়েছেন। যে হায়দ্রাবাদের রান ২০ ওভারে ১৫০ পেরুবে কি না সন্দেহ ছিল, তারাই শেষ পর্যন্ত করল ১৬২।
এই রানটাও হায়দ্রাবাদের নাগালের বাইরে চলে গেছে বলেই মনে হচ্ছিল। ১২.৩ ওভারে ৮৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ডেভিড ওয়ার্নারের দল। এক প্রান্তে অবশ্য আগলে ছিলেন অধিনায়ক নিজেই।শেষ ৫ ওভারে দরকার ছিল ওভারপ্রতি ১০ রানেরও বেশি। কিন্তু শেষ দিকে বিপুল শর্মাকে সঙ্গী করে চার বল হাতে রেখেই জিতিয়েছেন দলকে। আগের ম্যাচে এবি ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুকে যেমন বলতে গেলে একাই জিতিয়েছিলেন, আজ ওয়ার্নারও তেমনি "ওয়ান ম্যান শো" দেখালেন।
২৯ তারিখ ব্যাঙ্গালোরের ফাইনালে হায়দ্রাবাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।