• আইপিএল ২০২৪
  • " />

     

    অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা

    অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা    

    আইপিএলের শুরু থেকেই মাঠের লড়াই জমে উঠেছে। বেশ কয়েক আসর পর অবশ্য বোলারদের ওপর স্টিমরোলারটাও চলছে সমানে। সেই ২০১৩ সালে বেঙ্গালুরুর গড়া রেকর্ড তছনছ করে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ফেলেছে হায়দরাবাদ। কিছুদিন বাদেই কলকাতা সেই রেকর্ড থাবা মেরে ছিনিয়ে নেওয়ার কাছাকাছি গেলেও সন্তুষ্ট থাকতে হয়েছ তালিকার দ্বিতীয় স্থানে থেকেই। ব্যাটারদের স্বর্গসুলভ অনুভূতির মাঝেই অবশ্য বোলাররা নিজেদের মেলে ধরছেন।

    প্রথম ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার বাগানো মোস্তাফিজুর রহমান আজ না খেললেও পার্পল ক্যাপটা আছে তার কাছেই। সেই সাথে তরুণ ভারতীয় পেসার তো দুই ম্যাচেই রীতিমত ত্রাস সঞ্চার করে ছেড়েছেন। সব মিলিয়ে আইপিএলের শুরু থেকেই মিলছে ব্যাটে-বলে দারুণ এক মৌসুমের আভাস। এরই মাঝে কারা কারা রান ও উইকেটের দৌড়ে এগিয়ে গিয়েছেন তাতেই চোখ বুলিয়ে আসা যাক।

     

    অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যারা

    ভিরাট কোহলি
    ম্যাচ: ৪
    রান: ২০৩
    ব্যাটিং গড়: ৬৭.৬৬
    স্ট্রাইক রেট: ১৪০.৯৭
    সর্বোচ্চ: ৮৩*

    রিয়ান পরাগ
    ম্যাচ: ৩
    রান: ১৮১
    ব্যাটিং গড়: ১৮১
    স্ট্রাইক রেট: ১৬০.১৭
    সর্বোচ্চ: ৮৪*

    হাইনরিখ ক্লাসেন
    ম্যাচ: ৪
    রান: ১৭৭
    ব্যাটিং গড়: ৮৮.৫
    স্ট্রাইক রেট: ২০৩.৪৪
    সর্বোচ্চ: ৮০*

    শুবমান গিল
    ম্যাচ: ৪
    রান: ১৬৪
    ব্যাটিং গড়: ৫৪.৬৬
    স্ট্রাইক রেট: ১৫৯.২২
    সর্বোচ্চ: ৮৯*

    অভিষেক শর্মা
    ম্যাচ: ৪
    রান: ১৬১
    ব্যাটিং গড়: ৪০.২৫
    স্ট্রাইক রেট: ২১৭.৫৬
    সর্বোচ্চ: ৬৩

     

    পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে যারা


    মোস্তাফিজুর রহমান
    ম্যাচ: ৩
    উইকেট: ৭
    ইকোনমি রেট: ৮.৮৩
    সেরা বোলিং ফিগার: ৪/২৯

    মোহিত শর্মা
    ম্যাচ: ৪
    উইকেট: ৭
    ইকোনমি রেট: ৮.১৮
    সেরা বোলিং ফিগার: ৩/২৫

    মায়াঙ্ক যাদব
    ম্যাচ: ২
    উইকেট: ৬
    ইকোনমি রেট: ৫.১২
    সেরা বোলিং ফিগার: ৩/১৪

    যুঝবেন্দ্র চেহেল
    ম্যাচ: ৪
    উইকেট: ৬
    ইকোনমি রেট: ৫.৫০
    সেরা বোলিং ফিগার: ৩/১১

    খলিল আহমেদ
    ম্যাচ: ৪
    উইকেট: ৬
    ইকোনমি রেট: ৮.১৮
    সেরা বোলিং ফিগার: ২/২১