• বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০২৪
  • " />

     

    'টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল কিছু নেই'

    'টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল কিছু নেই'    

    প্রথম টি-টোয়েন্টিতে জয়ে ৩ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন সাইফ উদ্দিন। তবে জিম্বাবুয়ের সাথে সিরিজটা বাংলাদেশের জন্য যারা খুব সহজ হবে ভাবছেন তাদের উদ্দেশে সাইফ উদ্দিন বলেছেন, টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কিছু নেই। 

    বাংলাদেশ ১ম টি-টোয়েন্টিতে ৪ ওভারের বেশি হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একটা সময় তো ডিএলএসে বাংলাদেশ পিছিয়েই ছিল। ওই সময় আর খেলা শুরু না হলে জিম্বাবুয়েই জিতত। অন্যদিকে জিম্বাবুয়ের ব্যাটিং এর শুরুটা ভালো হলেও পরে তারা পথ হারিয়ে বসে। সব মিলে সাইফ উদ্দিন বলছেন, প্রথম ম্যাচের পরেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি মনে করিয়ে দিচ্ছেন, 'জিম্বাবুয়ের ৪-৫ জন খেলোয়াড় অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে, সেখানে আমরা পিছিয়ে আছি। কিছুদিন আগে শ্রীলঙ্কায় তারা ভালো একটা সিরিজ খেলেছে। টি-টোয়েন্টিতে আসলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার কিছু নেই। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এ দল হেরে গেছে নেপালের কাছে।'

    নিজের বোলিং নিয়েও কাল কিছুটা নার্ভাস ছিলেন তিনি। বেশ কিছু দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। সাইফ উদ্দিন মনে করিয়ে দিলেন, দলে তার জায়গাটা নিশ্চিত নয়, 'আজকে ভালো করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। দুই তিন ম্যাচ পর ফিজ আসবে। তখন টিম কম্বিনেশন কেমন হয় কে জানে। আজকে তাই শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম'