• বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০২৪
  • " />

     

    তাসকিন-মাহেদীদের চেপে ধরা বোলিংয়ে জিম্বাবুয়ের ১৩৮

    তাসকিন-মাহেদীদের চেপে ধরা বোলিংয়ে জিম্বাবুয়ের ১৩৮    

    ২য় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

    টস-(বাংলাদেশ/বোলিং) 

    জিম্বাবুয়ে- ১৩৮/৭, ২০ ওভার (ক্যাম্পবেল ৪৫, বেনেট ৪৪, তাসকিন ২/১৮, রিশাদ ২/৩৩) 

     

    চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। তাসকিন-শরীফুলদের চেপে ধরা বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়েছিল জিম্বাবুইয়ানরা। শেষদিকে ক্যাম্পবেল-বেনেটদের চলিশোর্ধ্ব ইনিংসে লড়াইয়ের কিছুটা সংগ্রহ পেয়েছে তারা। 

    আজও ছন্দে ছিলেন তাসকিন

     

    রিশাদের শিকার দুই উইকেট

     

     

    পাওয়ারপ্লেতে ব্যাকফুটেই ছিল জিম্বাবুয়ে