হয়ে যান প্যাভিলিয়নার
খেলা যারা ভালোবাসেন, খেলার সাথেই যারা থাকতে চান সবসময় - ''প্যাভিলিয়ন'' তাঁদের জন্য দিচ্ছে তাঁদের প্রিয় খেলা, খেলোয়াড়, দল এসব নিয়ে লেখালেখি করার একটি অনন্য প্ল্যাটফর্ম।
বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের খেলাধূলার সংবাদ পরিবেশনের জন্যই প্যাভিলিয়নের যাত্রা। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে এসেছে ‘টিম প্যাভিলিয়ন’। এক প্ল্যাটফর্মেই দেশের এবং বাইরের খেলাধূলার সবরকম খবর যেন পেতে পারেন, সেজন্যই নিরন্তর কাজ করে যাচ্ছি আমরা। প্যাভিলিয়নের এই পর্যায়ে পূর্ণকালীন কাজ করতে ইচ্ছুক, এমন লোকজনকে সাথে নিয়ে সামনের পথ পাড়ি দিতে চাচ্ছি আমরা।
আপনি যেভাবে ‘টিম প্যাভিলিয়ন’-এর সাথে যুক্ত হতে পারবেনঃ
পূর্ণকালীন সহ-সম্পাদক : (পদ দুইটি)
- আপনাকে অবশ্যই খেলাধূলার প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশ-বিদেশের কোথায় কী খেলা হচ্ছে, সেটার হালনাগাদ রাখতে হবে।
- ক্রীড়া সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান, শুধু তাদেরকেই বিবেচনা করা হবে।
- লেখালেখির হাত থাকতে হবে। আগে কোথাও লিখে থাকলে সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে।
- কর্মস্থল হবে প্যাভিলিয়ন অফিস। প্রয়োজনে ম্যাচ কাভারেজ কিংবা সাক্ষাৎকার-ফিচারের জন্য স্টেডিয়াম, ক্লাবের মাঠ বা অন্যান্য জায়গায় যেতে হতে পারে।
- পত্রপত্রিকা বা ইন্টারনেট থেকে তথ্য-উপাত্ত সংগ্রহে দক্ষ হতে হবে। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত হতে হবে।
- বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।
কতক্ষণ সময় দিতে হবে?
সপ্তাহে অন্তত ৪০ ঘন্টা সময় দিতে হবে। আপনার প্রাপ্য সম্মানির পরিমাণ এবং কিভাবে সময় ভাগ করা হবে সেটা আগ্রহীদের সাথে আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।
কীভাবে আবেদন করবেন?
এই লিংকে ( https://goo.gl/Xzey3N ) গিয়ে ফর্ম পূরণ করে আমাদের পাঠাবেন। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক বাছাইকৃতদের জানানো হবে। আবেদন করার শেষ সময় ১৫ জুন, ২০১৬ পর্যন্ত।
এছাড়া আপনার অন্য যেকোনো জিজ্ঞাসা বা মতামত জানাতে মেইল করতে পারেনঃ info@pavilion.com.bd এই ঠিকানায়।
***
আন্তর্জাতিক মানের স্পোর্টস প্ল্যাটফর্ম গড়ে তুলতে আপনার সর্বাত্মক সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।