• " />

     

    বাংলাদেশের প্রতিপক্ষ সেই পুরনো তিন

    বাংলাদেশের প্রতিপক্ষ সেই পুরনো তিন    

    আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছিল গত বছরেই। সামনের বছর ইংল্যান্ডের এই টুর্নামেন্টে এবার গ্রুপিংও ঠিক হয়েছে বাংলাদেশের। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও দক্ষিণ আফ্রিকা আছে অন্য গ্রুপে।

     

    সপ্তম বাছাই হিসেবে গত বছরে নিশ্চিত হয়েছিল, বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে আবারও পেল বাংলাদেশ। আর তিন দলের সঙ্গেই গত বছরের বিশ্বকাপ ক্রিকেটে এক গ্রুপে পড়েছিল বাংলাদেশ। সেবার ইংল্যান্ডকে হারিয়েই শেষ আটে উঠেছিল মাশরাফিরা। ১ জুন টুর্নামেন্টেই প্রথম ম্যাচেই ওভালে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ৫ জুনের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে, ভেন্যু ওভালেই। ৯ জুন নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে কার্ডিফে। এই কার্ডিফেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল বাংলাদেশ।   

     

    ১৪ ও ১৫ জুন হবে দুইটি সেমিফাইনাল। ১৮ জুন ফাইনাল হবে ওভালেই।