• যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ, ২০২৪
  • " />

     

    টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের প্রাইজমানি কত? বাংলাদেশ সর্বনিম্ন কত পাবে?

    টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের প্রাইজমানি কত? বাংলাদেশ সর্বনিম্ন কত পাবে?    

    ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি। এবার রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। জয়ী দল পাবে অন্তত ২.৪৫ মিলিয়ন ডলার, টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। 

    রানার আপ দল পাবে অন্তত ১.২৮ মিলিয়ন ডলার। আর সেমিফাইনালে দুই পরাজিত দল পাবে ৭৮৭,৫০০ ডলার করে। সব মিলে প্রাইজমানি হচ্ছে ১১.৫ মিলিয়ন ডলার। 

    যে চার দল সুপার এইট থেকে সেমিতে উঠতে ব্যর্থ হবে তারা পাবে ৩৮২,৫০০ ডলার করে। আর নবম, দশম, একাদশ ও ১২তম দল পাবে ২৪৭,০০০ ডলার করে। অন্যদিকে ১৩ থেকে ২০তম দল পাবে ২২৫,০০ ডলার করে। যার মানে বাংলাদেশ অংশ নেওয়ার জন্য অন্তত ২ লাখ ২৫ হাজার ডলার পাচ্ছেই। আর প্রতি ম্যাচ জয়ের জন্য প্রতিটি দল অতিরিক্ত পাবে প্রায় ৩১ হাজার ডলার করে।