যুক্তরাষ্ট্র-কানাডার প্রথম ম্যাচে যেসব রেকর্ড হলো
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটা হয়ে গেল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। আইসিসির দুই সহযোগী দেশের এই ম্যাচে ক্যানাডার ১৯৩ রান তাড়া করে সহজেই জিতে গেছে যুক্তরাষ্ট্র।
নিজেদের ইতিহাসে যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ড।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স তার ৪০ বলে ৯৪ রানের ইনিংস খেলার পথে মেরেছেন ১০টি ছয়। টি-টোয়েন্টির বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে এর চেয়ে বেশি ছয় মারার রেকর্ড আছে শুধু ক্রিস গেইলের।