দেশমের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ বেনজেমার
সতীর্থ খেলোয়াড়কে ‘জিম্মি’ করে অর্থ আত্মসাতের অভিযোগটা যখন উঠেছিল, করিম বেনজেমার ইউরো খেলার সম্ভাবনা নিয়ে সংশয়ের শুরুটাও তখনই। যথারীতি স্বাগতিদের ইউরো স্কোয়াডে নাম নেই এই ফ্রান্স ফরোয়ার্ডের। তবে আলজেরিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারের দাবী, ওসব কিছু নয়, বর্ণবাদী কারণে দলে জায়গা হয় নি তাঁর। আর অভিযোগের তীরটা তিনি তুলছেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমসের দিকেই।
স্কোয়াড ঘোষিত হওয়ার পরপরই সাবেক ফরাসী ফুটবলার এরিক ক্যান্টোনা মন্তব্য করেছিলেন, বেনজেমা আর হাতেম বিন আরফাকে দল থেকে বাদ দেয়া হয়েছে জাতিগত কারণে। সাবেক এই ইউনাইটেড তারকার সাথে একমত বেনজেমা, “তিনি (কোচ) ফ্রান্সের কট্টরপন্থী বর্ণবাদী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করেছেন।”
গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগাতেও তাঁর দল হয়েছে রানার আপ। পারফরম্যান্সের কারণে তাঁকে তাই বাদ দেয়ার কোনো সুযোগ নেই বলেই মনে করেন বেনজেমা, “খেলার দৃষ্টিকোণ থেকে দেখলে আমি (আমার বাদ পড়ার) কোনো কারণই দেখি না।”
বিচারাধীন কোনো মামলাও এখানে ইস্যু হতে পারে না বলে দাবী তাঁর, “ওই মামলার এখনও কোনো রায় হয় নি। আমি এখনও অপরাধী প্রমাণিত হই নি। সুতরাং, আদালত কী বলেন সেটা না জানা পর্যন্ত আমাদের (কোনো সিদ্ধান্তে আসা থেকে) বিরত থাকা উচিৎ।”
এদিকে বেনজেমার মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে। দেশটির একাধিক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এ নিয়ে মন্তব্য করেছেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী প্যাট্রিক ক্যানার নাকচ করে দিচ্ছেন বর্ণবাদের অভিযোগ, “বেনজেমার হতাশাটুকু আমি বুঝতে পারছি। কিন্তু দেশমসের ব্যাপারে তাঁর দেয়া বক্তব্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।”
সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলোনও বেনজেমার এমন মন্তব্যের সমালোচনা করছেন, “আমি তাঁর (বেনজেমা) সাথে একমত হতে পারছি না। দেশের যে কোনো সমস্যাকে বর্ণবাদের সাথে সম্পৃক্ত করার এই প্রবণতাটা অস্বাস্থ্যকর।”
এর আগে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন গত এপ্রিলেই জানিয়ে দিয়েছিল যে করিম বেনজেমাকে আসন্ন ইউরোর দলে বিবেচনা করা হবে না। সে সময় এর ব্যাখ্যাও দেয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে, “দলের ভিতরে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ থাকতে পারার সামর্থ্য ও দলের প্রতি দায়বদ্ধতা দল নির্বাচনের সময় আমলে নেয়া হবে।”
করিম বেনজেমার সে সামর্থ্য প্রশ্নবিদ্ধ হওয়াতেই স্কোয়াডে তাঁর জায়গা হারানো- এমনটাই দাবী ফেডারেশনের।