• " />

     

    'সুইডিশ লিগ ইব্রার যোগ্য নয়'

    'সুইডিশ লিগ ইব্রার যোগ্য নয়'    

    পিএসজির সাথে সম্পর্কটা আপাতত চুকিয়ে ফেলেছেন। এরপর কোথায় যাচ্ছেন ইব্রাহিমোভিচ- এমন প্রশ্নে মাঝেমধ্যেই গরম হচ্ছে গণমাধ্যম। মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার একটা জোর গুঞ্জন শোনা গিয়েছিল। পুরনো গুরু মরিনহোর ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার বিষয়টা নিশ্চিত হওয়ার পর সে সম্ভাবনা আরও প্রবল হয়েছিল। এর মধ্যে ইউরোর দলে যোগ দিতে নিজ দেশ সুইডেনে ফেরার পর স্থানীয় গণমাধ্যমে চাউর হয় যে সুইডেনে নিজের প্রথম ক্লাব মালমোতেও ফিরতে পারেন ইব্রা। তবে এমন গুজব হেসেই উড়িয়ে দিয়ে এই স্ট্রাইকার বলছেন, সুইডিশ লিগ ঠিক তাঁর যোগ্য নয়।

     

     

    ইউরো সামনে রেখে সুইডেন জাতীয় দলের সংবাদ সম্মেলনেও অধিনায়ক ইব্রার দিকে ছুটে গিয়েছিল ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। জবাবটা নিজের স্বভাবসুলভ রসিকতার ছলেই দিলেন তিনি, “আমি চাই আপনারা এ নিয়ে আরও অনেক গল্প বানান। এসব দেখলেই কেন যেন ভালো লাগে। কার গল্পটা বেশী ভালো হয়েছে সেটাও যাচাই করার চেষ্টা করি আমি। এসব পড়তে পড়তে যেদিন ক্লান্ত হয়ে যাবো সেদিন না হয় বলে দেবো যে আমি এরপর কোথায় যাচ্ছি।”

     

    নিজ শহর মালমোতে ফিরে ভক্ত-সমর্থকদের সাথে কথা বলতে গিয়ে ইব্রা নাকি আভাস দিয়েছেন মালমো ক্লাবে আবার ফিরে আসার। কিন্তু এটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন ইব্রা, “সুইডিশ লিগের জন্য আমি আসলে একটু ‘বেশীই ভালো’ হয়ে যাই। এখানে ফেরার কথা বলতে আমি বুঝিয়েছি যে জাতীয় দলের হয়ে ফিরবো।”

     

    সুইডেনের প্রথম সারির একটি দৈনিকে সম্প্রতি খবর বেরোয় যে এই ইউরো খেলেই অবসরে যেতে পারেন ইব্রাহিমোভিচ। সে গুজবেও পানি ঢেলে দিচ্ছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার, “এসব নিয়ে আমি এখনও কিছু ভাবিই নি। এ ব্যাপারে কারো সাথে কথাও বলি নি। আমি এখানে ইউরো খেলতে এসেছি এবং এর জন্য নিজের সেরাটুকুই প্রস্তুত রাখার চেষ্টা করছি। আমি এখানে আমার সময়টা উপভোগ করছি। এখন সেটা কতোদিন করতে পারবো জানি না।”