আদালতে মেসিকে এমন 'সংবর্ধনা'!
বার্সেলোনার সর্বোচ্চ আদালতের প্রধান প্রবেশ পথে আগে থেকেই ছিল দর্শনার্থী আর সাংবাদিকদের উপচে পড়া ভিড়। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি যে পথে যাবেন, হোক সেটা আদালতের মতো স্পর্শকাতর জায়গা, উৎসুক জনতা আর গণমাধ্যমকর্মীদের সমাগমটা প্রত্যাশিতই। সে সমাবেশ থেকে ‘লিও’ আর ‘মেসি’ শব্দে মুহুর্মুহু আওয়াজ ওঠাটাও স্বাভাবিক ব্যাপার। তবে ‘অপ্রত্যাশিত’ কিছুও সেখানে অপেক্ষা করছিল মেসির জন্য। কেবল জয়ধ্বনিই নয়, কর ফাঁকির মামলায় হাজিরা দিতে যাওয়া বার্সেলোনার প্লে মেকারের উদ্দেশ্যে দুয়োধ্বনিও দিয়েছেন সমবেতদের কেউ কেউ।
মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে ২০০৭ থেকে ০৯ সাল পর্যন্ত মেসির ছবিসত্ত্ব বিক্রি থেকে প্রাপ্ত অর্থের বিপরীতে ৪১ লক্ষ ৬০ হাজার ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে বছর দুয়েক আগে। ওই অভিযোগে বার্সেলোনার আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিতেই মেসির আদালত-দর্শন। এছাড়া সম্প্রতি বিশ্বের নামকরা ব্যক্তিদের প্রকৃত আয় গোপন করার তথ্য ফাঁস করে প্রকাশিত পানামা পেপার্সেও রয়েছে আর্জেন্টাইন সেনসেশনের নাম।
স্থানীয় সময় সকাল সোয়া দশটায় মেসি ও তাঁর বাবাকে বহনকারী একটি গাড়ি আদালতে পৌঁছয়। ব্যক্তিগত লোকবলে বেষ্টিত হয়ে তাঁরা আদালতের প্রবেশ পথে হাঁটেন। এ সময় পথের দু’ পাশের ভিড় থেকে মেসির নামে জয়ধ্বনি শোনা যেতে থাকে। এরই মাঝে স্প্যানিশ ভাষায় মেসির উদ্দেশ্যে ছুটে যায় অশোভন মন্তব্য, “দূর হও, পানামায় গিয়ে খেলো যাও ***** কোথাকার”। মেসি বা তাঁর সঙ্গীদের কাউকে অবশ্য এ সময় কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় নি।
আলোচ্য মামলায় মেসির ২২ মাস ১৫ দিন কারাদণ্ডের প্রস্তাব করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে মেসির আইনজীবীর তরফে দাবী করা হয়েছে, আর্থিক লেনদেনের চুক্তিপত্রসমূহ মেসি কখনই পড়ে দেখেন নি। আর তাই এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। আগামী সপ্তাহ নাগাদ এ মামলার রায় হওয়ার কথা রয়েছে।