• " />

     

    ভাগ হচ্ছে টেস্ট ক্রিকেট?

    ভাগ হচ্ছে টেস্ট ক্রিকেট?    

    টেস্ট ক্রিকেটের ক্ষয়িষ্ণু আবেদন পুনরুজ্জীবিত করতে এবার ফরম্যাটটি দুই স্তরের করার চিন্তাভাবনা করছে আইসিসি। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সাল থেকে বাস্তবায়ন হতে পারে এ পরিকল্পনা।

     

    আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির একটি প্রচারণা অনুষ্ঠানে মি. রিচার্ডসন ব্যাখ্যা করছিলেন কেন তাঁদের এমন ভাবনা, “টেস্ট ক্রিকেটকে এভাবে চলতে দিলে এর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। (টেস্ট) সিরিজগুলোকে আরও অর্থবহ করে তুলতে না পারলে কেবল র‍্যাঙ্কিং আর ক’টা ট্রফি দিয়ে টেস্ট ক্রিকেটের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে না।”

     

    অস্তিত্বের প্রশ্নেই টেস্টখেলুড়ে দলের সংখ্যা বাড়িয়ে ‘রেলিগেশন’ পদ্ধতি চালু করতে চায় আইসিসি। রিচার্ডসন জানাচ্ছেন প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম বিভাগে সাতটি ও দ্বিতীয় বিভাগে পাঁচটি দল থাকতে পারে। প্রতি দুই বছরের মেয়াদে প্রথম বিভাগের তলানিতে থাকা দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে, আর দ্বিতীয় বিভাগের শীর্ষ দল উঠে আসবে প্রথম বিভাগে।

     

    সবকিছুই এখনও আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান নির্বাহী বলছেন, ২০১৯ সালকে সামনে রেখে তাঁরা এগোচ্ছেন। তবে সেটা যতো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে ততোই মঙ্গল বলে মনে করেন তিনি। এই পদ্ধতিতে খেলাটিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার পাশাপাশি বাড়বে খেলার সুযোগও- এমনটাই বলছেন রিচার্ডসন।

     

    প্রসঙ্গত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বর্তমানে আট নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে টাইগারদের রেটিং ব্যবধান কমে দাঁড়িয়েছে আটে। প্রস্তাবিত বিভাজন কার্যকর হলে তাই বাংলাদেশের দ্বিতীয় বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার শংকা যেমন থাকছে, তেমনি আছে ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথম বিভাগে জায়গা করে নেয়ার সমূহ সম্ভাবনাও।