• " />

     

    'এভাবে চললে ক্ষতি হতে পারে মুস্তাফিজের'

    'এভাবে চললে ক্ষতি হতে পারে মুস্তাফিজের'    

    ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন এশিয়া কাপের মাঝপথে। খেলা হয় নি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচ। অথচ সেই মুস্তাফিজ চোট সারিয়ে দলে ফিরে ২ মাসে খেলে ফেলেছেন ১৯টি ম্যাচ। আইপিএল থেকে দেশে ফিরতে না ফিরতেই তোড়জোড় চলছে ইংলিশ কাউন্টিতে যোগ দেয়ার। কিন্তু এভাবে টানা ক্রিকেট বাংলাদেশের বিস্ময়বালকের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিতে পারে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও। আর তাই সাসেক্সে যোগ দেয়ার আগে মুস্তাফিজের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বিসিবি। তাতে ইতিবাচক ফল আসলেই কেবল মিলবে ফিজের কাউন্টি খেলার অনুমতি।

     

    কুড়ি বছর বয়সী বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ঝড় তোলার পর প্রথম অংশগ্রহণেই জয় করে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম বিদেশী হিসেবে নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টটির সেরা উদীয়মান ক্রিকেটার। ১৬ ম্যাচ থেকে ১৭টি উইকেটের পাশাপাশি পুরো টুর্নামেন্টে দশের বেশী ওভার করা বোলারদের মধ্যে রান খরচেও সবচেয়ে কৃপণ ছিলেন ফিজই, ওভারপ্রতি ৬.৯।

     

     

    ইতোমধ্যেই শুরু হয়ে যাওয়া ইংলিশ কাউন্টি ক্রিকেটের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে সাসেক্স। এরপর শুরু হবে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ। কিন্তু মুস্তাফিজের সাসেক্সে যোগ দেয়াটা এখনও একরকম অনিশ্চিতই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানাচ্ছেন, প্রথমে মুস্তাফিজের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। তারপরই সিদ্ধান্ত হবে যে তাঁকে ইংল্যান্ডে খেলতে দেয়া হবে কিনা।

     

    জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলছেন আইপিএলে মুস্তাফিজের ইনজুরি নতুন করে না বাড়লেও তাঁর উপর অব্যাহত চাপ নিয়ে তাঁরা উদ্বিগ্ন, “ইনজুরি থেকে ফিরে গত দুই মাসে সে ১৯টি ম্যাচ খেলে ফেলেছে। স্বাভাবিকভাবেই তাঁর মধ্যে ক্লান্তি ভর করছে। তাছাড়া বল করার পর তাঁর ডান পায়ের গোড়ালি ফেলতেও কিছুটা সমস্যা হচ্ছে।”

     

    এজন্য মুস্তাফিজের কিছুটা বিশ্রাম দরকার বলে মনে করছেন ফিজিও, “এভাবে চললে সে যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে। সুতরাং তাঁর কতদিন ক্রিকেটের বাইরে থাকা উচিৎ সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চাই।”