• " />

     

    সেই লর্ডসকেই বাদ দিলেন পিটারসেন!

    সেই লর্ডসকেই বাদ দিলেন পিটারসেন!    

    মনে করুন, আপনি একজন খেলোয়াড়। আপনার কাছে জানতে চাওয়া হল আপনার প্রিয় কয়েকটি ভেন্যুর নাম। যে মাঠে আপনি সবচেয়ে সফল, সেটার কথাই তো সবার আগে মাথায় আসবে নিশ্চয়ই? সবার উপরে না হোক, তালিকায় তো রাখবেন! অথচ কান্ড দেখুন, একটা নয় পাঁচটা নয় দশটা প্রিয় ভেন্যুর নাম জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনের কাছে। কিন্তু তাঁর সে তালিকায় নেই লর্ডসের নাম! নামের ওজন তো আছেই, লর্ডস আলাদা করে পিটারসেনকে কম দেয় নি। ক্যারিয়ারের সবচেয়ে বেশী পাঁচটি টেস্ট শতক পেয়েছেন এ মাঠেই, যার একটি আবার দ্বিশতক। দু' হাত ভরে দেয়ার পরও এমন উপেক্ষা ভালোভাবে নেয় নি লন্ডনের মাঠটি। স্টেডিয়ামের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এ নিয়ে খোঁচাও দেয়া হয়েছে পিটারসেনকে।

     

    গতকাল শনিবার টুইটারে ভক্ত-অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন পিটারসেন। সেখানেই একজন জানতে চান পিটারসেনের প্রিয় দশটি মাঠের নাম। জবাবে পিটারসেন উল্লেখ করেন অ্যাডিলেড, ওভাল, ত্রিনিদাদ, মুম্বাই, এমসিজি, কিংসমেড, হেডিংলি, সেঞ্চুরিয়ন, ওয়েলিংটন ও বার্বাডোজের কথা।

     

    লর্ডস না থাকলেও তালিকায় আছে লন্ডনের আরেক মাঠ ওভালের নাম। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনে তাঁর করা অপরাজিত ১৫৮ রান ইংল্যান্ডকে ১৮ বছর পর অ্যাশেজে জিতিয়েছিল যে মাঠে, সেটার নাম থাক খুবই স্বাভাবিক। তবে ঠিক ততোটাই অস্বাভাবিক হয়তো লর্ডসের নাম না থাকাটাও।

     

    আর এই ব্যাপারটা যে কেবল সাধারণ টুইটার ব্যবহারকারীরাই ধরেছেন তা নয়, বিস্ময় প্রকাশ করা হয়েছে লর্ডসের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকেও। পিটারসেনের ওই টুইট 'শেয়ার' করে তাঁরা লিখেছে, "খুকখুক, এক্সকিউজ মি?"

     

    পিটারসেনের তরফে কোনো পাল্টা প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায় নি!