• " />

     

    ৫২ শটে পেনাল্টির নিষ্পত্তি!

    ৫২ শটে পেনাল্টির নিষ্পত্তি!    

    নির্ধারিত সময়ে খেলার ফলাফল না এলে তা দ্রুত নিষ্পত্তির জন্যই পেনাল্টি শ্যুট আউটের বিধান। কিন্তু সেই পেনাল্টিই যদি মোটামুটি আরেক দফা ম্যাচ খেলার মতো সময় নিয়ে বসে? এমনটাই ঘটেছে চেক রিপাবলিকের পঞ্চম বিভাগ ফুটবলের এক ম্যাচে। শেষ পর্যন্ত ৫২টি শ্যুট আউটে নিষ্পত্তি হয় ম্যাচের যা নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছে।

     

    জানা গেছে, চেক রিপাবলিকের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি আঞ্চলিক টুর্নামেন্টের দুই দল এসকে বাতোভ ১৯০৩ ও এফসি ফ্রিস্ট্যাকের ম্যাচে এই ঘটনা ঘটে। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হয়। এরপর পেনাল্টি শ্যুট আউট শুরু হলে তা মীমাংসায় পৌঁছতে লেগে যায় ৫২টি শট। শেষ পর্যন্ত বাতোভ ২১-২০ গোলে জয়লাভ করে।

     

     

     

    অথচ জয়টা অনায়াসেই হতে পারতো ফ্রিস্ট্যাকের। ৪-৪, ১১-১১ ও ১৪-১৪ স্কোরলাইনে তিন তিনবার তাঁরা সুযোগ পেয়েছিল ব্যবধান গড়ে নেয়ার। কিন্তু বিধি বাম। পরাজিত দলের খেলোয়াড় রেবাকা গণমাধ্যমের সাথে আলাপকালে মজা করে তাঁদের হার মেনে নেয়ার কারণ ব্যাখ্যা করছিলেন, “আমরা বাড়ি যেতে চাইছিলাম।”

     

    দলটির চেয়ারম্যান রাতিস্লাভ রুডলফও রসিকতা করতে ছাড়েন নি, “এই ঝামেলায় পড়ে শেষপর্যন্ত পারিবারিক বারবিকিউটাই মিস করলাম!”

     

    সবচেয়ে বেশী শ্যুট আউটের আগের রেকর্ডটি ছিল ৪৮ শটের। ২০০৫ সালের নামিবিয়ান কাপ ফাইনালে ঘটা ঘটনাটি পরবর্তীতে স্থান পায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও। রেকর্ডটা নতুন করে লেখার সময় হয়ে গেলো।