• " />

     

    বিসিবির প্রস্তাবে আকিব জাভেদের 'না'

    বিসিবির প্রস্তাবে আকিব জাভেদের 'না'    

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আকিভ জাভেদ। বিসিবির পক্ষ থেকে যোগাযোগের একদিনের মাথায় তিনি এ দায়িত্ব নিতে তাঁর অপারগতার কথা জানান।

     

    এর আগে চার বছর সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্ব পালন করা জাভেদ বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দারসের চীফ অব ক্রিকেট অপারেশনস হিসেবে নিযুক্ত আছেন। আর সেজন্যই তিনি বিসিবির প্রস্তাব গ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছেন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে, “আমি খুব সম্প্রতি এখানে যোগ দিয়েছি, গত শুক্রবার থেকেই মাত্র কাজ শুরু করেছি। তাঁদের সাথে আমার দীর্ঘমেয়াদের চুক্তি হয়েছে এবং এ ব্যাপারে আমি দায়বদ্ধ থাকতে চাই। যে কারণে বাংলাদেশের কাজটা নেয়া এই মুহূর্তে আমার জন্য যৌক্তিক হবে না।”

     

     

    বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীও আকিভ জাভেদের অপারগতার বিষয়টি নিশ্চিত করেছেন, “দুটো কাজ একসাথে করাটা তাঁর জন্য কঠিন হয়ে যাবে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এখন আমাদের তালিকায় বাকি যারা আছেন তাঁদের সাথে যোগাযোগ শুরু করবো।”

     

    এক বছরেরও বেশী সময় বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে থাকা সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার হিথ স্ট্রিক সম্প্রতি অব্যাহতি নিয়েছেন। এরপরই মূলত এ পদের জন্য নতুন মুখের সন্ধানে নামে বিসিবি, সম্ভাব্যদের তালিকায় আছেন শ্রীলংকার চামিন্দা ভাস ও চম্পকা রমানায়েকে, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস কিংবা খণ্ডকালীন মেয়াদে নিউজিল্যান্ডের শেন বন্ড।