প্যান্টের জন্য নিষিদ্ধ গোলরক্ষক!
আপাতদৃষ্টে প্যান্টের হলুদ রংটা খানিক ‘কড়া’ মনে হতে পারে। সবার পছন্দের সাথে না-ই যেতে পারে। কিন্তু তাই বলে সেটা পরার ‘অপরাধে’ বরখাস্ত! এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ইরানে। দেশটির জাতীয় দলের একজন ফুটবলারকে ‘অগ্রহণযোগ্য’ পোশাক পরিধানের দায়ে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।
সোশা মাকানি নামের ওই গোলরক্ষক ইরান জাতীয় দলের হয়ে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন, ছিলেন গত বিশ্বকাপ দলেও। গত মাসের ৬ তারিখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে তাঁকে কালো কালো ছোপসহ হলুদ রংয়ের একটি ট্রাউজার পরে থাকতে দেখা যায়। ইরানের গণমাধ্যম ওই ট্রাউজারের ডিজাইনের সাথে মার্কিন অ্যানিমেশন চরিত্র স্পঞ্জববের সাদৃশ্য খুঁজে পায়। পুরো মাসজুড়ে ইরানের সামাজিক গণমাধ্যমগুলোয় চলে এ নিয়ে আলোচনার ঝড়।
ব্যাপারটি আমলে নিয়ে ওই ফুটবলারকে ছয় মাসের জন্য বরখাস্ত করে ইরানের ফুটবল ফেডারেশন। ফেডারেশনের নৈতিকতা রক্ষা কমিটির প্রতিবেদনে কারণ হিসেবে মাকানির আচরণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তাঁর ‘অসঙ্গত’ পোশাকের বিষয়টিও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, শরিয়াহ অনুশাসন মেনে চলা ইরানে অন্য অনেক কিছুর মতো স্পঞ্জবব, মিকি মাউস প্রভৃতি মার্কিন অ্যানিমেশন চরিত্র সম্বলিত পণ্যের বিজ্ঞাপন-বিপণনে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে।
জানা গেছে, জনৈক নারীর সাথে তাঁর একটি ছবি ফাঁস হয়ে যাওয়ার পর সোশা মাকানিকে গত জানুয়ারিতে জেলও খাটতে হয়েছিল।