বাংলাদেশ-ভারতঃ ভেন্যু চূড়ান্ত, সময় অনিশ্চিত
২০০০ সালে টেস্ট অভিষেক ভারতের বিপক্ষে, অথচ সেই ভারতের মাটিতেই এখনও টেস্ট খেলার সুযোগ হয় নি বাংলাদেশের। চলতি বছরের মাঝামাঝিতে এক টেস্টের একটি সফর হওয়ার কথা থাকলেও সেটিও আবার দুলতে শুরু করে অনিশ্চয়তার দোলায়। শেষতক ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সূচিতে খানিকটা হলেও নিশ্চিত হয়েছে মুশফিকদের ভারত সফর। ওই সূচিতে বাংলাদেশ-ভারত টেস্টের ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়েছে হায়দ্রাবাদের নাম। তবে দিন-তারিখ কিছুই তাতে জানানো হয় নি। তবে এ বছর সেটা হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আইসিসির সূচি অনুযায়ী আগামী আগস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ওই সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে ভারতীয় দল। দেশে ফিরে তাঁরা টানা সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। অক্টোবরে আবার বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মাঝে বিপিএল খেলে ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।
ফলশ্রুতে এ বছর দুই দলের মধ্যে সিরিজ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আগামী ফেব্রুয়ারি-মার্চে আবার ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। ওই সিরিজের আগে-পরের কোনো এক ফাঁকা সময়েই তাই হতে পারে এক টেস্টের বাংলাদেশ-ভারত সিরিজ। বিসিবির সূত্র বলছে, সেটা ফেব্রুয়ারির শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত তাঁরা সে চেষ্টাই করছেন।