• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    যেমন অবস্থা টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার

    যেমন অবস্থা টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার    

    সফরকারিদের প্রয়োজন ৬৮ রান, স্বাগতিকদের প্রয়োজন ২ উইকেট। গল টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর মঞ্চ সাজিয়ে বসেছিল টেস্ট ক্রিকেটের আঙিনা। শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে দুর্দান্ত ব্যাট করতে থাকা রাচিন রবীন্দ্র তখনও উইকেটে। টেইলএন্ডারদের নিয়েও তাই ম্যাচ বের করে ফেলতে পারেন। তবে ৯১ রানে থেকে দিন শুরু করা রবীন্দ্র থামলেন ৯২ রানে। প্রবথ জয়সুরিয়া দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে উত্তেজনায় জল ঢেলে দিলেন।

    শ্রীলঙ্কার টানা দ্বিতীয় টেস্ট জয় তাই শুধু তাদের পয়েন্ট তালিকায় ওপরেই নিয়ে যায়নি; নিউজিল্যান্ডের ওপরে উঠে শ্রীলঙ্কা এখন তিনে! একই সাথে বাংলাদেশও হেরে বসেছে ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার সম্ভাবনার পালে তাই লেগেছে জোর হাওয়া।

    অন্যদিকে বাংলাদেশের নিদারুণ পরাজয়ে ওপরে উঠে এসেছে ইংল্যান্ড। বাংলাদেশ নেমে গেছে ছয় নম্বরে। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে শীর্ষস্থানে অবস্থান আরো পোক্ত করেছে ভারত।