• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    কানপুরে বৃষ্টিবিঘ্নিত দিনে মুমিনুলের রানে ফেরার ইঙ্গিত

    কানপুরে বৃষ্টিবিঘ্নিত দিনে মুমিনুলের রানে ফেরার ইঙ্গিত    

    ২য় টেস্ট, কানপুর (টস - ভারত/ফিল্ডিং)
    বাংলাদেশ - ১০৭/৩, ১ম ইনিংস (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪, দ্বীপ ২/৩৪, আশ্বিন ১/২২)
    ১ম দিন, স্টাম্পস


     

    কানপুরে সচরাচর টস জিতে ব্যাটিং নিতে দেখা যায় না দলগুলোকে। তবে বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হওয়ার পর মেঘাচ্ছন্ন আবহাওয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশকে শুরুতেই চেপে ধরতে সেই সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। রোহিতের সিদ্ধান্ত সঠিক কি না তা সময়ই বলে দিবে। তবে প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা আগেই থেমে যাওয়ার আগ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা ভালোই সামাল দিয়েছে বাংলাদেশ।

    বুমরাহ-সিরাজ জুটিকে রয়েসয়ে সামাল দিয়ে শুরু করেছিলেন দুই ওপেনার। সাদম্যান বল খুঁজে বাউন্ডারি বের করতে পারলেও অন্য প্রান্তে জাকির রানের খাতাই খুলতে হিমশিম খাচ্ছিলেন। অষ্টম ওভারের মাথায় স্পিন আনার পর অন্য প্রান্তে পেসার আকাশ দ্বীপকে আক্রমণে আনতেই অবশ্য ফিরতে হয় জাকিরকে। ধারাভাষ্যকক্ষে রবি শাস্ত্রী বলছিলেন, কেন কানপুরের লো-বাউন্সে স্টাম্প লক্ষ্য করে বল করে যাওয়া দ্বীপ ভালো করবেন। বলতে বলতেই বেশ বাইরে এসে খেলা জাকিরের ব্যাটের কানা খুঁজে নেন দ্বীপ। রিপ্লেতে জয়সওয়ালের সামনে ঝুঁকে পড়া ক্যাচটার পরিষ্কার কোনো চিত্র দেখা না গেলেও মাঠের সিদ্ধান্তেই অটল থাকেন থার্ড আম্পায়ার। ২৪ বল খেলেও রানের খাতায় শূন্য নিয়ে ফেরেন জাকির।

    শুরুটা ভালো করেও এরপর আরও একবার সাদমান থামেন মাঝপথেই। ২৪ রানের মাথায় সেই দ্বীপের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি। বাকি সময়টুকু দারুণভাবেই সামলে নেন শান্ত-মুমিনুল। আরও একবার পেসারদের বিপক্ষে শান্ত ইতিবাচক মানসিকতাই দেখিয়েছিলেন। লাঞ্চে ৭২ রানে থেকে বাংলাদেশ শুরুর ধাক্কা সামাল দিয়েই ফেলেছিল। তবে লাঞ্চের ঠিক আগে হালকা বৃষ্টির পর খেলা শুরু হতেই আশ্বিনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৩১ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে দুপুরের দিকে ঝুম বৃষ্টি নামায় আগেভাগেই স্টাম্পস ঘোষণা করে দেন আম্পায়াররা।