'কালো ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় নিউজিল্যান্ড'
কালো ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় নিউজিল্যান্ড- এমন গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক ক্যারিবিয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এই সাবেক সদস্য ফ্র্যাংকলিন রোজ সম্প্রতি অবৈধভাবে নিউজিল্যান্ডের অবস্থানের দায়ে হাজতবাস শেষে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
জানা গেছে ২০১১ সালে অকল্যান্ডের ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে ও ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে নিউজিল্যান্ডে পাড়ি জমান রোজ। কিন্তু সেখানে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরও তিনি প্রায় চার বছর অবৈধভাবে অবস্থান করছিলেন। এ বছরের শুরুতে যৌন হয়রানির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ সময় তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার বিষয়টিও বের হয়ে আসে।
ওই জিজ্ঞাসাবাদে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা তাঁর সাথে বর্ণবাদী আচরণ করেছেন বলে সম্প্রতি নিউজিল্যান্ডের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন রোজ, “আমি সবসময় ভাবতাম নিউজিল্যান্ড পৃথিবীর মধ্যে অন্যতম বন্ধুবৎসল ও নিরাপদ দেশ। কিন্তু যে অভিজ্ঞতা হয়েছে, এর পর আমি আর তেমনটা মনে করতে পারছি না। পুলিশ আমার কাছে জানতে চায় যে আমি কোনো অপরাধ চক্রের সাথে যুক্ত আছি কিনা কিংবা মাদকের ব্যবসা করি না। এমন প্রশ্নে ভীষণরকম হতাশ হয়ে আমি ওই পুলিশ সদস্যের কাছে জানতে চাই যে শুধু কি কালোরাই মাদক আর অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে কিনা।”
দেশে ফেরত পাঠানোর আগে তাঁকে ‘অন্যায়ভাবে’ জেলে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি, “সাত সপ্তাহ জেলে আটকে থাকার মতো কী অপরাধ করেছি আমি? একদল পেশাদার খুনি আর মাদক ব্যবসায়ীদের সাথে পুরো সময়টা কাটিয়ে এসেছি ভাবতেই গা শিউড়ে ওঠে।”
রোজের অভিযোগ এর আগে ২০১২ সালের নভেম্বরে অকল্যান্ডে একদল শ্বেতাঙ্গ যুবকের দ্বারাও তিনি বর্ণবাদী আক্রমণের শিকার হন। ওইসময় তাঁকে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বলে জানান তিনি। ওই ঘটনার পরপরই তিনি নিউজিল্যান্ড ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু গলায় রক্তজমাট বেঁধে যাওয়াজনিত সমস্যার কারণে তাঁর বিমান ভ্রমণ নিরাপদ নয় বলে অভিমত দেন চিকিৎসকরা। সে কারণেই তিনি চার বছর নিউজিল্যান্ডে আটকে ছিলেন বলে দাবী করেন।
এদিকে রোজের অভিযোগ প্রত্যাখ্যান করে নিউজিল্যান্ডের পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে আসা অভিযোগগুলো স্পর্শকাতর ছিল এবং সেভাবেই সেগুলো খতিয়ে দেখা হয়েছে। তবে তাঁকে কোনো প্রকার হয়রানি করা হয় নি বলেও দাবী তাঁদের। এদিকে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ বলছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরও স্বেচ্ছায় সে দেশ ছাড়তে অস্বীকৃতি জানানোর কারণেই তাঁকে জোরপূর্বক জ্যামাইকায় ফেরত পাঠাতে বাধ্য হন তাঁরা। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়া রোজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই সম্ভব নয় বলেও মন্তব্য করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
ফ্র্যাংকলিন রোজ ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯টি টেস্ট ও ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।