ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
ইতিহাসের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ডেনিস অ্যামিস, সেটি ছিল তাঁর প্রথম ওয়ানডে। ইংলিশ ব্যাটসম্যানের পর অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন আরও নয়জন, সর্বশেষ করলেন লোকেশ রাহুল।
জেতার জন্য প্রয়োজন ছিল এক রান, তাঁর সেঞ্চুরি করতে ছয়। মাসাকাদজাকে ছয় মেরে ওয়ানডে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ভারতীয় ওপেনার, প্রথম ভারতীয় হিসেবে করলেন অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। মাহেন্দ্র সিং ধোনীর দলে সব তরুণ ক্রিকেটার, ধোনী (২৭৫) বাদ দিলে তাঁদের 'অভিজ্ঞতা' ৭৩ ম্যাচের! তিনজনের তো অভিষেকও হয়ে গেল হারারেতে। সেই তরুণ দলের কাছেই ১৬৭ এর বেশী করতে পারলো না ৬৭৬ ওয়ানডের 'অভিজ্ঞতা'সম্পন্ন জিম্বাবুয়ে। এল্টন চিগুম্বুরার ৪১ ছাড়া বলার মতো কেউ রানও করতে পারলেন না।
১১ রানেই ওপেনার করুন নাইরকে ফিরিয়ে ভাল কিছুর পূর্বাভাস দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ওই যে, লোকেশ রাহুল। আম্বাতি রাইডুর সঙ্গে ১৬২ রানের জুটি করে দলকে জিতিয়েই ফিরলেন, সঙ্গে গড়লেন ইতিহাস!
নতুন জিম্বাবুয়ের সামনে নতুন ভারত, সিরিজটা তাই একটু হলেও প্রতিদ্বন্দ্বিতার আশা জুগিয়েছিল।
জিম্বাবুয়ে কি পারবে, সামনে দুই ম্যাচে এমন কিছু উপহার দিতে?