জালিয়াতি হয়েছে উয়েফার ড্র-তে!
২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ‘সহজ’ গ্রুপে পড়তে সাহায্য করেছিলেন এমন অভিযোগ অস্বীকার করেছেন ফিফার বরখাস্ত হওয়া সভাপতি সেপ ব্ল্যাটার। ফিফাতে, অন্তত তাঁর আমলে কখনও এ ধরণের দুর্নীতি হয় নি বলেও দাবী করেছেন তিনি। তবে এমন জালিয়াতি কিভাবে হতে পারে, সে ব্যাখ্যা দিতে গিয়ে আরেক বোমাই ফাটিয়েছেন আশি বছর বয়সী সুইস ভদ্রলোক। বলছেন, উয়েফার টুর্নামেন্টগুলোতে এ ধরণের কারচুপি হতে দেখেছেন তিনি।
আর্জেন্টাইন এক মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলছেন গত বিশ্বকাপের ড্র পুরোপুরি স্বচ্ছ ছিল। কিন্তু তিনি স্বীকার করছেন যে এসব ক্ষেত্রে কারচুপির ঘটনাও ঘটে। এ ধরণের ড্র-তে সাধারণত অংশগ্রহণকারী দলগুলোর নাম লেখা কাগজ ছোট ছোট ফুটবল আকৃতির বাক্সে বন্দী করে দৈবচয়ন ভিত্তিতে একটি করে বল তোলা হয়। ব্ল্যাটার বলছেন, এই বলগুলোর মধ্যে কোনো একটি বিশেষ বল আলাদা করে চেনার জন্য অনেক সময় সেটিকে তুলনামূলক ‘শীতল’ করে রাখা হয়।
তবে তাঁর দাবী সেটা ফিফাতে কখনও হয় নি, অন্তত তাঁর আমলে নয়, “টেকনিক্যালি এটা করা সম্ভব। ফিফাতে এসব কখনও হয় নি। তবে ইউরোপিয়ান ফুটবলের একটি আসরে একবার এমন হতে দেখেছিলাম।”
অবশ্য সেই ‘ইউরোপিয়ান টুর্নামেন্ট’টি ইউরো কিনা তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেন নি ব্ল্যাটার।
অবৈধ অর্থ লেনদেনের দায়ে বর্তমানে ফুটবল সংক্রান্ত সব ধরণের কার্যক্রম থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছেন ফিফার সাবেক এই সভাপতি। বিশ্ব ক্রীড়া আদালতের ওই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যেই আপীলও করেছেন তিনি।