আমিরে অসন্তুষ্ট পিসিবি
ইংল্যান্ড সফরের প্রাক্কালে একটি টেলিভিশন অনুষ্ঠানে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের উপস্থিতি ভালোভাবে নেয় নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আমিরকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। সে ঘটনার পর এটাই হতে যাচ্ছে আমিরের প্রথম ইংল্যান্ড সফর। সংগত কারণেই তাঁর প্রতি আলাদা নজর থাকবে ব্রিটিশ মিডিয়ার। এসব ব্যাপার মাথায় রেখে গণমাধ্যমের সাথে আমিরের যোগাযোগ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিয়েছে পিসিবি। পিসিবি সভাপতিসহ বোর্ডের একাধিক পদস্থ কর্মকর্তার একটি দল লাহোরে আমিরের সাথে সাক্ষাৎ করে এ সফরে তাঁর করণীয়-বর্জনীয় সম্পর্কে ওয়াকিবহাল করে দিয়েছেন। ওই বৈঠকে আমিরকে তাঁর আচরণ সংযত করতে এবং সতীর্থদের সাথে ঝামেলায় না জড়াতেও পরামর্শ দেয়া হয়।
কিন্তু সফর শুরুর আগেই নিষেধ অমান্য করে বসেছেন পাকিস্তানি পেসার। একটি টিভি সাক্ষাৎকারে তিনি অংশ নিয়েছেন বোর্ডের কাউকে না জানিয়েই। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয় নি পিসিবি। এর ব্যাখ্যা জানতে চেয়ে তাঁকে চিঠিও দেয়া হয়েছে। তবে এ জন্য আমিরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কিনা তা জানা যায় নি।