ধোনিই জেতাতে পারলেন না ভারতকে!
মহেন্দ্র সিং ধোনি ক্রিজে, শেষ ওভারে ভারতের দরকার ৭ রান। সেটি যখন শেষ বলে চার রানের সমীকরণে নেমে এলো, তখনো স্ট্রাইকে ধোনিই। কাজটা কঠিন, কিন্তু ব্যাটসম্যান ধোনি আর প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই ভারতের আশা ছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত ভেস্তে গেছে, মাদজিভার শেষ বলে এলো মাত্র এক রান। প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে ভারতকে হারিয়ে অবিস্মরণীয় এক জয় পেল জিম্বাবুয়ে।
তিন ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল জিম্বাবুয়ে, একবারও ১৬০ রান ছাড়াতে পারেনি। আজ তারাই ২০ ওভারে তুলে নিল ১৭০। সেটার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব এলটন চিগুম্বুরার, ২৬ বলে করেছেন ৫৪ রান। এর মধ্যে ছয়ই মেরেছেন সাতটি। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।
সেই রান তাড়া করতে নেমে ভারত পথেই ছিল। শেষ ৪ ওভারে দরকার ছিল ৪১ রান, ক্রিজে ছিলেন ধোনি ও মনীশ পান্ডে। কিন্ত শেষ ওভারে সাত রানই নিতে পারেননি ভারত অধিনায়ক, ধোনি স্ট্রাইকে থাকা অবস্থায় এই প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করে হারল ভারত।