মুস্তাফিজের জন্য জবাব চাইছে সাসেক্স
চোট নিয়েই ফিরেছিলেন আইপিএল থেকে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে চোট পেয়েছিলেন। জানা গিয়েছিল, মুস্তাফিজের সেরে ওঠার জন্য আরও ছয় সপ্তাহ দরকার। কেদিকে কাউন্টি দল সাসেক্স বসে আছে "ফিজের" পথ চেয়ে। কিন্তু এভাবে তো আর অপেক্ষা করা যায় না। এখন সাসেক্স চূড়ান্ত জবাব চেয়েছে মুস্তাফিজের ব্যাপারে।
সাসেক্সের কোচ মাইক ডেভিস জানিয়েছেন, বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর মধ্যেই কথা হয়েছে তাঁর, "আমি বাংলাদেশের প্রধান কোচের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলাম, দুই সপ্তাহ পর ওর অবস্থা বোঝা যাবে। সেটা তো পার হয়ে গেছে। স্পষ্ট করে আসলে কিছু বলা যাচ্ছে না। কোচই আমাকে যা একটু বলতে পারছেন। তবে ওদের ফিজিওর সঙ্গেও আমার কথা হয়েছে। আশা করছি খুব শিগগির কিছু একটা জানতে পারব।'
রোববার গ্লস্টারশায়ারের সঙ্গে ম্যাচে মুস্তাফিজের বিকল্প নিয়ে এখন জেরবার সাসেক্স। মুস্তাফিজ তো নেই, ক্রিস জর্ডানও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য মাঠে নামতে পারছেন না। প্রথম কয়েকটি ম্যাচে অবশ্য মুস্তাফিজের জায়গায় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসেকে আপৎকালীন সমাধান হিসেবে ডেকে পাঠিয়েছিল। ভিসে খুব একটা খারাপও করেননি। চার ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট, ৪১ রান করে ব্যাট হাতেও দলকে জিতিয়েছেন। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এখন তিনি উড়াল দিচ্ছেন ক্যারিবিয়ানে। পুরো ব্যাপার নিয়ে একরকম অসহায়ই শোনাল ডেভিসের কন্ঠ, "কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আর এখন বিকল্প পাওয়াও কঠিন। শীর্ষ খেলোয়াড়েরা এর মধ্যেই দেশের হয়ে খেলছে বা সিপিএলে আছে। তাদের কেউ ছাড়তে রাজি হচ্ছে না। আর আমাদের হতাশা আরও বেশি, কারণ মুস্তাফিজকে আমরা প্রথম পছন্দ হিসেবেই নিয়েছিলাম। আর মুহূর্তে সেই সংস্করণে সে সম্ভবত বিশ্বের সেরা। "
কিন্তু খুব সম্ভবত মুস্তাফিজকে এবার পাওয়া হচ্ছে না তাদের। ছয় সপ্তাহের আগে যে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কম।