আইসিসির কাছে 'ক্ষতিপূরণ' চায় পাকিস্তান
২০০৯ সালে শ্রীলংকা দলের সফরকালে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ভেন্যু হিসেবে ব্রাত্য হয়ে আছে পাকিস্তান। ঘরের মাঠের খেলাগুলোও তাই তাঁদের খেলতে হচ্ছে পরের মাঠে। এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হচ্ছে- এমন দাবী করে পিসিবি প্রধান শাহরিয়ার খান আইসিসির কাছে অনুরোধ রাখছেন তাঁর দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আলাদা একটি তহবিল গঠন করে দেয়ার। আইসিসির আসন্ন বার্ষিক সভাতেও তিনি এ প্রস্তাব তুলবেন বলে জানিয়েছেন।
দেশের মাটিতে খেলতে না পারায় পাকিস্তান বর্তমানে ‘হোম সিরিজ’গুলো খেলছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু সেখানে খেলাটা ব্যয়বহুল এবং প্রত্যাশিত মুনাফাও আসছে না বলে দাবী পিসিবির। এর নেতিবাচক প্রভাব গোটা পাকিস্তান ক্রিকেটের উপরই পড়ছে বলে জানাচ্ছেন শাহরিয়ার খান, “এই খাতে রাজস্ব বঞ্চিত হওয়ার ফলে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা যে তহবিল রেখেছি সেটার উপর চাপ পড়ছে।”
পিসিবি প্রধান জানাচ্ছেন, অর্থাভাবে সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের একটি সিরিজও আয়োজন করা সম্ভব হয় নি। এমন প্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতেই তাঁর এমন প্রস্তাব, “আমরা আইসিসি এবং এর সদস্য দেশগুলোর কাছে অনুরোধ রাখবো যাতে তাঁরা আইসিসির ইভেন্টগুলো থেকে আসা তাঁদের আয়ের সামান্য একটা অংশ আলাদা করে পাকিস্তানের জন্য বিশেষ একটা তহবিলে দেয়। এই বিশেষ তহবিল আমরা পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে চাই।”
নিরাপত্তা ইস্যুতে আগামী ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের আইসিসির কোনো টুর্নামেন্টেও স্বাগতিক হওয়ার সুযোগ নেই। এ নিয়ে হতাশা থাকলেও পিসিবি প্রধান বলছেন নিরাপত্তার শংকা বিবেচনায় বিষয়টা তাঁরা মেনে নিচ্ছেন। এ ব্যাপারে ইতিবাচক কোনো অগ্রগতির পথে ভেবেচিন্তেই অগ্রসর হতে চায় দেশটি।