• " />

     

    নাইটের ইতিহাস!

    নাইটের ইতিহাস!    

    শুরুর নামটা একটু চমক জাগানিয়া। স্যার আইজাক ভিভিয়ান রিচার্ডস। ১৯৮৭ সালে ডুনেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে ইতিহাসের প্রথম ক্রিকেটের হিসেবে ইনিংসে ফিফটি ও পাঁচ উইকেটের ‘ডাবল’ গড়েছিলেন ক্যারিবীয় ‘কিং’। সেটি ছিল ৪৩৫ নম্বর ওয়ানডে।

    রিচার্ডসের পর ওয়ানডে ক্রিকেট এই কীর্তি দেখেছে আরও ১৬ বার। শেষ করেছিলেন স্কটল্যান্ডের জশ ডেভি, সবচেয়ে বেশীবার এই কৃতিত্ব পাকিস্তানের শহীদ আফ্রিদির, তিনবার।

    পুরুষদের ক্রিকেটে এই রেকর্ড তাই নতুন নয়। তবে মহিলাদের ক্রিকেটে এতদিন অচেনাই ছিল এই কীর্তি। ৯৮৩ নম্বর ওয়ানডেতে এসে যেটা করলেন হেদার নাইট। গ্রেস রোডে পাকিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডেতে প্রথমে বল হাতে ২৬ রানে নিয়েছেন ৫ উইকেট, তাও আবার সবার শেষে বোলিংয়ে এসে। পরে চার নম্বরে নেমে করেছেন ৭০ বলে ঠিক ৫০ রান। তাঁর অলরাউন্ড কীর্তিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

    অধিনায়ক হিসেবে নাইটের এটিই প্রথম ম্যাচ। একটা চ্যালেঞ্জ ছিল, যার প্রথম পরীক্ষাতে ‘কৃতিত্বের’ সঙ্গেই পাশ করে গেলেন নাইট!