• " />

     

    ভারতের নতুন কোচ অনিল কুম্বলে

    ভারতের নতুন কোচ অনিল কুম্বলে    

    সাবেক অধিনায়ক অনিল কুম্বলেকে ভারত জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ এ ঘোষণা দেয়া হয়। কপিল দেবের পর তিনিই হতে যাচ্ছেন গত ষোলো বছরের মধ্যে ভারতীয় দলের প্রথম পূর্ণকালীন স্থানীয় কোচ। প্রাথমিকভাবে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

     

    এ মাসের শুরুতে কোচ পদের জন্য দরখাস্ত আহ্বান করা হলে আবেদন করেন কুম্বলেসহ মোট ৫৭ জন। এর মধ্য থেকে ২১ জনকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়। চূড়ান্ত যাচাইবাছাই শেষে কুম্বলেকেই এ পদের জন্য বেছে নিলো বিসিসিআই।

     

    ১৮ বছর ভারতীয় দলে খেলোয়াড় হিসেবে থাকা দলটির সাবেক অধিনায়ক কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন প্রথমবারের মতো। আর সে জন্যই নিয়োগটা প্রাথমিকভাবে এক বছরের জন্য করা বলে জানিয়েছে বিসিসিআই সূত্র।

     

    খেলোয়াড় হিসেবে ৬১৯টি টেস্ট উইকেট নিয়ে কুম্বলে অবসরে যান ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ও বিশ্বে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহে নিয়ে।

     

    কোচ হিসেবে এটাই প্রথম দায়িত্ব হলেও অনিল কুম্বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক দলের ‘মেন্টর’ হিসেবে কাজ করেছেন। এছাড়া প্রশাসনিকভাবে ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন। কাজ করেছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান ও বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে।