• " />

     

    রস টেলর : 'কমান্ডার অব দ্য আনসালিড'!

    রস টেলর : 'কমান্ডার অব দ্য আনসালিড'!    

    ‘ন্যারো সি’ পার হয়ে ইংল্যান্ডে এসেছিলেন রস টেলর। সাসেক্সের হয়ে খেলবেন। শীত তখনও জেঁকে আছে। এদিকে চলছে আইপিএল উত্তাপ, যেখানে মত্ত স্কাই স্পোর্টসও। স্কাই ইউকেতে বিশেষজ্ঞ হিসেবে কথা বলার জন্য টেলরকে ডাকা হলো।

    বিমানবন্দর থেকে তাঁকে তুলে নেয়া হবে, কথা ছিল এমন। একজন ড্রাইভার এসে তাঁকে তুলে নিলেন, নামিয়ে দিলেন একটা দরজার সামনে। এরপর এলেন আরেকজন, নিজের পরিচয় দিয়ে যিনি টেলরকে নিয়ে গেলেন নিজের সঙ্গে।

    ‘একটা ছোট্ট ঘরে নিয়ে গেল আমাকে। একজনকেই শুধু চিনতে পারলাম, মাইকেল গারউয়েন, ডার্ট খেলেন।’ টেলরের একটু খটকা যে লাগেনি, তা নয়। কিন্তু সবকিছু ঘটছিল দ্রুত!

    ‘তারপর একজন এসে আমাকে একটা মাইক ধরিয়ে দিল। স্কাই বলেছিল, আমার সঙ্গে প্যান্ট ও সু আনতে হবে, তারা শার্ট দেবে। আমি তাই বললাম, “আমি পোশাক ঠিক করে নিব না?” ’

    টেলর ততক্ষণে বুঝে গেছেন, ভুল জায়গায় এসে পড়েছেন! তাঁকে জিজ্ঞাসা করা হলো, ‘তোমার নাম কী?’

    ‘রস টেলর’। লোকটা তখন পিছন ফিরে প্রযোজককে বললেন, ‘বলেছিলাম না, এটা অন্য কেউ।’ এবার পালা টেলরের কাছে ক্ষমা চাওয়ার, ‘দুঃখিত, মেইট। আমরা ভেবেছিলাম তুমি গেম অব থ্রোন্সের গ্রে ওর্ম!’

    মানে ‘কমান্ডার অব দ্য আনসালিড’ এর ভূমিকায় অভিনয় করা জ্যাকব অ্যান্ডারসন। যিনি আবার বাস্তব জীবনে ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। এফএ কাপের সেমিফাইনাল নিয়ে কথা বলার জন্যই তাঁর আসার কথা, যুক্তরাজ্যের বিখ্যাত টিভি শো, সকার এএমে।

    রস টেলরের মনে পড়েছিল সেই গাই কোমার কথা, যিনি বিবিসিতে ইন্টারভিউ দিতে এসে লাইভ টিভি শোতে হাজির হয়েছিলেন! ভুল করে অবশ্যই, টিভি টেকনিশিয়ান গাই কিউনের জায়গায়!

    ইংল্যান্ডে গ্রীষ্ম চলে, শীত কাটছে। সাসেক্সের হয়ে সময়টা উপভোগও করছেন রস টেলর। যার শুরুটা হয়েছিল 'ভুল' গেম অব থ্রোন্স দিয়ে!