স্কুল ক্রিকেটের সেরা টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ
ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালেন ডাগ-আউটের খেলোয়াড়রা। হয়তো নিশ্চিত হয়ে নিলেন স্কোরটাই। এরপরই ভোঁ দৌড়, মধ্যমাঠ বরাবর। সাড় বেঁধে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানালেন। এরপরই বিজয় মিছিল, টাঙ্গাইল টাঙ্গাইল! টাঙ্গাইলই যে এখন দেশসেরা স্কুল, ক্রিকেটে! দিনাজপুর হাই স্কুলকে ৩ উইকেটে হারিয়ে প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ।
৫০ ওভারে টাঙ্গাইলের লক্ষ্য ছিল ১৩৪ রান। সজীব কামালের ৩২ ও রাজন হাসানের ২৮ রানের ইনিংসে দিনাজপুর করেছিল ১৩৩। এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়েছিল দিনাজপুর। টাঙ্গাইলের রিফাত ও সুমন নিয়েছিলেন ৩টি করে উইকেট।
ব্যাটিংয়ের শুরুতে উইকেট না হারালেও খুব সহজে রান তুলতে পারেনি টাঙ্গাইল। ১০ ওভার শেষে স্কোর ছিল বিনা উইকেটে ২৫। ১৫ ওভার শেষে সেই স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪০। ১৮ ওভার শেষে ৫ রান যোগ করতেই আউট হন আরও একজন। এরপর আরও চাপে পড়ে টাঙ্গাইল, ২২ ওভারে ৫০ রান তুলতেই হারায় ৫ উইকেট! তবে সেই ধাক্কা সামাল দেয় ৬ষ্ঠ উইকেট জুটি, ৩০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮১ রান। এরপর আবার ধাক্কা, উঠাউঠি দুই উইকেট হারিয়ে টাঙ্গাইলের স্কোর বনে যায় ৩৬ ওভারে ৯০, ৭ উইকেটে।
তবে দিনাজপুর আর উইকেট পায়নি। দুই ব্যাটসম্যান নাজমুল ও শাফি ম্যাচ জিতিয়েই হয়েছেন বীর! ৪৮তম ওভারে গিয়ে জয় পায় টাঙ্গাইল, ৩ উইকেটে।
এর আগে সেমিফাইনালে সিলেটের ভিক্টোরিয়া হাইস্কুলকে হারিয়েছিল ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন টাঙ্গাইলের এই দল। আর রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দিনাজপুর হাই স্কুল হারিয়েছিল চট্টগ্রামের চ্যাম্পিয়ন ফেনি আলিয়া কামিল মাদ্রাসাকে।
স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নদের তো চেনা হলো!
আগামী দিনের বাঘদের গর্জনটা শুনেছেন কি?
তথ্যসূত্রঃ 'প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট'-এর ফেসবুক পেজ।
ছবি কৃতজ্ঞতাঃ একই।