ম্যাককালামের সেরা একাদশে বোল্ট-সাউদি!
পক্ষে বা বিপক্ষে খেলেছেন, অথবা তাঁদের খেলায় প্রভাবিত হয়েছেন- এমন খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নিতে হবে সেরা টেস্ট একাদশ। লর্ডস কর্তৃপক্ষের অনুরোধে এমনই এক গুরুদায়িত্ব কাঁধে তুলেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককালাম। স্যার ভিভ রিচার্ডসের নেতৃত্বে তাঁর সে দলে সবচেয়ে বেশী চারজন অস্ট্রেলিয়ানের সাথে জায়গা পেয়েছেন তিনজন ক্যারিবিয়ান আর একজন করে প্রোটিয়া ও ভারতীয় ক্রিকেটার। তবে বাকি নামগুলো প্রত্যাশিত হলেও এই একাদশে তাঁর দুই স্বদেশী ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির অন্তর্ভুক্তি প্রশ্ন তোলার মতোই। সেটার ব্যাখ্যাও অবশ্য দিচ্ছেন ম্যাককালাম।
নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে যিনি ভেঙেছেন দ্রুততম শতকের রেকর্ড, তাঁর দলে আক্রমণাত্মক মেজাজটা অপ্রত্যাশিত ছিল না। সময়ের অন্যতম সেরা ‘হিটার’ ব্যাটসম্যান ক্রিস গেইলের সাথে ম্যাককালামের একাদশে ইনিংস উদ্বোধন করবেন তাঁর ভাষায় ‘অনায়াসে দিনভর ব্যাট করতে পারা’ ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার।
কোনো কারণে শুরুতেই দুটো উইকেট পড়ে গেলে বিপর্যয় ঠেকাতে তিন নম্বরে ব্যাট হাতে রাখা হয়েছে রিকি পন্টিংকে। ব্যাটিংয়ে পরের দুটো পজিশন দুই ক্যারিবিয়ান কিংবদন্তীর, ব্রায়ান লারা ও অধিনায়ক ভিভ রিচার্ডসের।
ম্যাককালামের একাদশে স্বীকৃত অলরাউন্ডার হিসেবে থাকবেন জ্যাক ক্যালিস। উইকেট সামলানোর কাজটায় অ্যাডাম গিলক্রিস্টের উপরই ভরসা রাখতে চান তিনি।
বল হাতে স্পিন আক্রমণের মূল দায়িত্বটা শেন ওয়ার্নকে দিচ্ছেন ম্যাককালাম। তবে তাঁর একাদশে মূল চমকটা পেস আক্রমণে। খুনে গতির পেসার হিসেবে মিচেল জনসন অনেকেরই পছন্দ হতে পারেন। তবে তাঁর সাথে ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির সংযোজন ভ্রু কুঁচকনোর মতো ব্যাপারই।
মূলত সাবেকের খাতায় নাম লেখানো ‘গ্রেট’দের দিয়ে সাজানো দলে ক্যারিয়ারের মাঝপথে থাকা স্বদেশী দুই পেসারকে রাখার ব্যাখ্যা দিচ্ছিনে ম্যাককালাম, “এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ। আমি যখন নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলাম তখনও বারবার বলেছি এই দু’জনকে আমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই বদলাবো না। আমি দেখেছি ওঁরা কিভাবে আমাদের গড়পড়তা মানের টেস্ট দলটাকে একরকম অজেয় করে তুলতে পেরেছে। আর সেটা সম্ভব হয়েছে ওঁদের ২০ উইকেট নিতে পারার সামর্থ্যের কারণেই।”
ম্যাককালামের সেরা একাদশঃ
ক্রিস গেইল, শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস (অধিনায়ক), জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন, শেন ওয়ার্ন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট