• " />

     

    ছয় মাস দর্শক হয়ে থাকায় হতাশ তামিম!

    ছয় মাস দর্শক হয়ে থাকায় হতাশ তামিম!    

    সর্বশেষ গত মার্চে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এর পর তিন মাসে আর কোনো ম্যাচই খেলার সুযোগ পায়নি। পরের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অপেক্ষা করতে হবে সেই অক্টবর পর্যন্ত। লম্বা একটা সময় খেলার বাইরে থাকায় হতাশ বাংলাদেশ ব্যাটসম্যান তামিম ইকবাল।

    ইএসপিএন ক্রিকইনফোকে তামিম হতাশার কথা জানিয়েছেন, “এরকম একটা দুর্দান্ত মৌসুমের পর ছয় মাস আমাদের খেলার বাইরে থাকতে হচ্ছে। মানুষ যখন আমাদের সঙ্গে খেলার জন্য আরও বেশি মুখিয়ে থাকার কথা, তখন আমাদের বসে থাকতে হচ্ছে সাইডলাইনে। ছয় মাস পরে আমরা কেমন খেলব কে জানে। জিম্বাবুয়ে ছাড়া ক্রিকেটে এত লম্বা সময় ধরে আর কেউ বসে থাকে না।”

    ২০১৫ সাল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সোনালী সময়ই ছিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর নিজেদের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গাও নিশ্চিত হয়েছে। কিন্তু তারপরও নিয়মিত খেলার সুযোগ মিলছে না। পুরো ব্যাপারটা তামিম যেন মেনেই নিতে পারছেন না, “ছয় মাসের জন্য বসে থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাঁচ বছর আগে আমরা যেমন খেলতাম, তখন এরকম কিছু হলে মানা যেত। কিন্তু এত ভালো করার পরও আমরা কেন সুযোগ পাচ্ছি না বুঝতে পারছি না।’ অন্য দলগুলোর ক্ষেত্রে এরকম কিছু হলে সেটা পারফরম্যান্সে বড় প্রভাব ফেলত বলেই দাবি তামিমের, “আপনি অন্যদের ছয় মাস বসে থাকার পর মাঠে নামিয়ে দেখুন না ওরা কেমন খেলে। ছন্দটা কেউই ধরে রাখতে পারবে না। ”

    এখন পর্যন্ত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু সেটাও চূড়ান্ত হয়নি। অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগে আপাতত আরও তিন মাসেরও বেশি সময় বসে থাকতে হচ্ছে দলকে।