• " />

     

    একই দলে খেললেন মা-ছেলে!

    একই দলে খেললেন মা-ছেলে!    

    লিভারপুলের জেলা পর্যায়ের ক্রিকেট লিগের এক ম্যাচ। হাইফিল্ডের বিপক্ষে মাঠে নামার আগে আচমকাই খেলোয়াড় সংকটে পড়ে গেলো লেই ক্রিকেট ক্লাব। অবস্থা এমন যে, একজন খেলোয়াড় কম নিয়েই খেলতে হবে তাঁদের। তেমনটাই হয়ে থাকলে আর সেই ম্যাচের আলাদা করে খবরের শিরোনাম হওয়া কেন? ঘটে গেলো ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন ঘটনাই। দলের ১৪ বছর বয়সী সদস্য লুকের ক্রিকেটার মা এগিয়ে এলেন ছেলের দলের শূন্যস্থান পূরণে। মা-ছেলে মিলে এক দলে ক্রিকেট খেলে হয়ে গেলেন ইতিহাসেরই অংশ।

     

     

    গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাটি বেশ গর্বের সাথেই গণমাধ্যমের কাছে বর্ননা করছেন ৪৭ বছর বয়সী মা হেলেন স্মিথ, “বাবা ছোটবেলায় ক্রিকেট খেলতেন। আমিও এই ক্লাবের মহিলা দলের হয়ে খেলেছি আগে। এবার ছেলেদের দলেরও  অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আর সেই দলে যখন নিজের ছেলেও থাকে তখন তো সেটার বিশেষত্ব বেড়ে যায় বহুগুণ।”

     

    হুট করেই এভাবে ছেলেদের দলে খেলতে নেমে পড়া...একটু কি অস্বস্তিবোধ হচ্ছিল? কিংবা মানিয়ে নিতে কোনো সমস্যা? “ওঁরা যখন আমাকে যোগ্য মনে করে ডেকেছে, তখন আর অন্য কিছু ভাবি নি। বেশীরভাগই আমাকে মেয়েদের দলে খেলতে দেখেছে এবং তাঁরা জানতো যে আমার কোনো সমস্যা হবে না। প্রতিপক্ষও ব্যাপারটা ইতিবাচকভাবেই নিয়েছে। মিড অফে দাঁড়িয়ে ফিল্ডিং করেছি, একটা বলও হাত ফসকে যায় নি। সময়ে সময়ে খেলাটা একটু দ্রুত আর কঠিন মনে হচ্ছিল, এই যা। সবমিলিয়ে দারুণ লেগেছে।”