প্রাথমিক দলে চমক রকিবুল-শাহরিয়ার-শুভ
অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। টি-২০ বিশ্বকাপের পর ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে ম্যাশবাহিনীকে। ২০১৫ সালটি দারুণ কাটানোর পর এমন লম্বা বিরতি শেষ করে পুরনো ছন্দে ফেরা কষ্টকরই হবে টাইগারদের জন্য। আর তাই প্রায় আড়াই মাস আগেই ইংলিশদের জন্য প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল। ইতিমধ্যে ত্রিশ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে; ডাক পেয়েছেন শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান এবং সোহরাওয়ার্দী শুভ।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে যাওয়ার পুরস্কার পেয়েছেন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তিন অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের জার্সি গায়ে নাফীসের শেষ ম্যাচ ছিল ২০১৩ সালে; অন্যদিকে রকিবুল ও শুভ ফিরছেন প্রায় পাঁচ বছর পর! গত কয়েক বছর ধরেই নিয়মিত পারফর্ম করে যাওয়ার ফলটাই পেয়েছেন শাহরিয়ার নাফীস; এবারের লিগে এক শতক ও একটি অর্ধশতকে ১০ ম্যাচে ৩৮.৮৮ গড়ে রান করেছেন ৩৫০। অন্যদিকে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রকিবুল ছিলেন গত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক (৭১৯ রান)। তাছাড়া প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেয়েছেন ত্রিশজনের দলে। তাছাড়া স্কোয়াডে মুশফিকুর রহিমের সাথে উইকেটকিপার রয়েছেন আরও চারজন; নুরুল হাসান, এনামুল হক, মোহাম্মদ মিথুন ও ছন্দে ফেরার ইঙ্গিত দেয়া লিটন দাস।
সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা রুবেল হোসেন ডাক পেয়েছেন স্কোয়াডে; তাঁর সঙ্গী হিসেবে আছেন ফিটনেস নিয়ে কাজ করতে থাকা মুস্তাফিজুরও। অধিনায়ক মাশরাফির পেস অ্যাটাকে আরো রয়েছেন আল আমিন, কামরুল ইসলাম, শফিউল এবং মোহাম্মদ শহীদ। এছাড়া তাসকিন আহমেদের সাথে সন্দেহজনক অ্যাকশনের জন্য নিষিদ্ধ থাকা আরাফাত সানিও ডাক পেয়েছেন প্রাথমিক দলে। সাকিবের সাথে স্পিনে আরো রয়েছেন তাইজুল ও জুবায়ের। তবে লিগে ২৬ উইকেট পাওয়া সাকলাইন সজীবের সুযোগ হয়নি দলে। সজীবের মত উপেক্ষিত রয়ে গেছেন প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক শামসুর রহমানও (৫৫৮)।
ঈদের ছুটিয়ে কাটিয়ে আগামী ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে এই ৩০ খেলোয়াড়কে। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আসা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।
বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।