• " />

     

    ১৩ জুলাইতেই সাসেক্সে মুস্তাফিজ ?

    ১৩ জুলাইতেই সাসেক্সে মুস্তাফিজ ?    

    শেষ পর্যন্ত সম্ভবত সাসেক্সে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ১৩ জুলাই সাসেক্সের হয়ে খেলার জন্য উড়াল দিচ্ছেন ইংল্যান্ডে। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের চারটি ম্যাচে খেলার সুযোগ পাবেন এই বাঁ হাতি পেসার।

    বিসিবি মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস নিশ্চিত করেছেন, মুস্তাফিজের এখন খেলতে কোনো বাধা নেই। চিকিৎসা প্রতিবেদনেও সেটা বলা আছে, খুব শিগগির যুক্তরাজ্যের ভিসাও পেয়ে যাওয়ার কথা।

    আইপিএল খেলে আসার পরেই আর মাঠে নামেননি বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার। ডান পায়ে চোট পেয়েছিলেন, সেটা থেকে সেরে ওঠার জন্য এই কদিন বিশ্রামেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগেও মাঠে নামেননি।

    জালাল ইউনুস জানিয়েছেন, মুস্তাফিজের অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসকেরা ইতিবাচক বার্তা দিয়েছেন। এই মুহূর্তে অনুশীলনও করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডে উড়ে যাওয়ার ব্যাপারে তাই বাধা নেই।

    খুব সম্ভবত ১৫ জুলাই হ্যাম্পশায়ারের সঙ্গে টি-টোয়েন্টি দুয়েই সাসেক্সের সঙ্গে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের। অন্তত ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের হয়ে খেলার কথা। তবে সাসেক্স টি-টোয়েন্টি বা ওয়ানডে প্রতিযোগিতার নকআউট পর্বে উঠলে আরও বেশি সময় থাকতে পারেন।

    সাসেক্সের মুস্তাফিজ-হতাশাও আপাতত ঘুচল বলেই মনে হচ্ছে। এর আগে তরুণ পেসারকে পেতে দেরি হওয়ায় নিজেদের বিরক্তির কথা জানিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি দলটি। মুস্তাফিজের বদলি হিসেবে প্রথমে ডেভিড ভিসে ও পরে নুয়ান কুলাসেকারাকেও নিয়ে এসেছিল।