ইংল্যান্ড সিরিজের ব্যাপারে আশাবাদী বিসিবি
গুলশান হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ এখন ব্যস্ত এর পরবর্তী প্রভাবের হিসেবনিকেশে। আর সে বিবেচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই উঠে আসছে ক্রিকেট। গত বছর এক ইতালীয় নাগরিক হত্যার জেরে সফর স্থগিত করে দিয়েছিল অস্ট্রেলিয়া। বেশ ক’ মাস পর আগামী অক্টোবরে ইংল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেট ফেরার কথা ছিল বাংলাদেশে। চূড়ান্ত সেই সূচি এখন বড় রকমের অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে গুলশানের ঘটনা। তবে বিসিবি সভাপতি জনাব নাজমুল হাসান পাপন আশাবাদী, এর মধ্যে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে যাবে এং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ যথাসময়েই মঠে গড়াবে।
এই ঘটনার পরপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে, সফরের ভাগ্য নির্ধারণের জন্য তাঁরা সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকবে। ইসিবির এমন অবস্থান স্বাভাবিকভাবেই নিচ্ছেন বিসিবি প্রধান, “বাংলাদেশের জন্য এটা একেবারেই দুঃখজনক ঘটনা। আমরা কখনও ভাবতেও পারি নি এ ধরণের ঘটনা এখানে ঘটতে পারে। । আমার নিজের মানসিক অবস্থা বর্ণনা করার মতো না। ইংল্যান্ডের প্রতিক্রিয়া দেখেছি, খুবই স্বাভাবিক এটা। তাঁদের অবস্থানে থাকলে হয়তো আমরাও একই কথা বলতাম।”
তবে প্যারিস হামলার পরও ফ্রান্সে চলমান ইউরোর প্রসঙ্গ টেনে মি. পাপন আশা প্রকাশ করেন যে জঙ্গিবাদের কাছে হার মানবে না ক্রীড়াঙ্গন, “প্যারিসে হামলার পরও খেলা কিন্তু থেমে থাকে নি। খেলাধুলা তাঁর নিজস্ব গতিতেই চলছে, চলবে। ইংল্যান্ড আসবে আরও তিন মাস পর, ততদিনে বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে।”
তারপরও নিরাপত্তার প্রশ্নটা যে বড় ইস্যুই হয়ে থাকবে, সেটা অস্বীকার করছেন না নাজমুল হাসান, “এখন কোন জায়গা নিরাপদ সেটাই তো বলা কঠিন। আমরা অবশ্যই আমাদের তরফ থেকে সর্বোচ্চটাই করবো। সেটা নিশ্চিত করা গেলে আশা করি ক্রিকেট বাধাগ্রস্ত হবে না।”