দেল বস্কের সঙ্গে ক্যাসিয়াসের সন্ধি
গাঁটছড়াটা বহুদিনের, দু’জনে একসাথে মিলে পাড়ি দিয়েছেন বহু দূরের পথ; একসাথে জিতেছেন বিশ্বকাপ, ইউরোর মতো ট্রফি। একসাথে ছিলেন রিয়াল মাদ্রিদেও । ভিসেন্তে দেল বস্ক আর ইকার ক্যাসিয়াসকে হরিহর আত্মা বললে খুব বাড়িয়ে বলা হয় না। গুরু-শিষ্য পরিচয় ছাপিয়ে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের বহু গল্পই শোনা গেছে বিগত সময়গুলোয়। অথচ সেই দেল বস্কই কিনা স্পেন জাতীয় দল ছাড়ার খবরটাও জানান নি ক্যাসিয়াসকে! অভিমান থেকেই যে জানান নি, দেল বস্ক নিজেই বলেছেন সে কথাও। তবে মান-অভিমানের পালা ফুরলো বলে। টুইটারে দু’জনের হাস্যোজ্ব্বল ছবি পোস্ট করে ক্যাসিয়াস শুভকামনা জানাচ্ছেন পুরনো গুরুকে।
২০০০ সাল থেকে স্পেন জাতীয় দলের গোলপোস্টটা কার্যত নিজের একক সম্পত্তিই বানিয়ে রেখেছিলেন ক্যাসিয়াস। তবে তাঁর সাম্রাজ্যে ভাগ বসেছে এবারের ইউরোতে, তরুণ ডি গিয়াতেই আস্থা রেখেছেন দেল বস্ক। যার ফল, একটি ম্যাচেও এবার মাঠে নামার সুযোগ হয় নি ক্যাসিয়াসের। রাগ-ক্ষোভ-হতাশায় কোচিং স্টাফদের সাথে ঠিকমতো কথাই বলতেন না ক্যাসিয়াস, এমনটাও জানিয়েছেন দেল বস্ক নিজেই। পাল্টা অভিমান থেকে তাই নিজের বিদায়ের খবরটা দলের বাকি সব সদস্যকে আলাদা করে জানালেও ক্যাসিয়াসকে কিছু বলেন নি কোচ।
এর থেকে অনেকেই ধারণা করে বসেন, গুরু-শিষ্যের এতদিনের সুসম্পর্কে ফাটল ধরল বলে। তবে সে শংকা উড়িয়ে দিয়েই টুইটারে ক্যাসিয়াসের যুগল ছবি পোস্ট, “সকার সিটিতে একটি ছবি, ২৫ বছর একসাথে! শুভকামনা গুরু!”
এদিকে ক্যাসিয়াস নিজে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন, এমন গুঞ্জন শোনা গেলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসে নি বর্তমানে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর গোলবার সামলানো ৩৫ বছর বয়সী এই স্প্যানিশম্যানের কাছ থেকে।