ইব্রার সমান পারিশ্রমিক পেল্লের!
চীনা লিগে নামকরা খেলোয়াড়দের ভিড়তে শুরু করার খবরটা নতুন নয়। সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবা, ফ্রান্সের নিকোলাস এনেলকা, ব্রাজিলের হাল্ক, রবিনহো, পলিনহো, অস্ট্রেলিয়ার টিম কাহিলদের নামের পাশে সাম্প্রতিক সংযোজন ব্রাজিলের র্যামিরেজ, কলম্বিয়ার মার্টিনেজ, আর্জেন্টিনার লাভেজ্জি প্রমুখ। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়ে গেলেন প্রিমিয়ার লিগ ক্লাব সাউদাম্পটনের ইতালিয়ান স্ট্রাইকাই গ্রাজিয়ানো পেল্লেও।
আরও পড়ুনঃ যতো কাণ্ড চীনে!
রেকর্ড ১ কোটি ৩০ লাখ পাউন্ডে পেল্লেকে দলে ভিড়িয়েছে চীনা ক্লাব শানডং লুনেং। বলা হচ্ছে, এ চুক্তির ফলে ইতালিয়ান এই স্ট্রাইকার হতে যাচ্ছেন সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় বিশ্বে যৌথভাবে পঞ্চম। প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি, এভারটনের প্রস্তাব উপেক্ষা করেই চীনে পাড়ি জমাচ্ছেন ৩ দিন বাদে ৩১ ছুঁতে যাওয়া স্ট্রাইকার।
বার্ষিক ১ কোটি ৮০ লাখ পাউন্ড পারিশ্রমিক নিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর চেয়ে ১০ লাখ পাউন্ড কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন প্লে মেকার লিওনেল মেসি। চীনা ক্লাব সাংহাইয়ে খেলে মেসির প্রায় সমপরিমাণ পারিশ্রমিক পান ব্রাজিলের ফরোয়ার্ড হাল্ক। তালিকায় চার নম্বরে থাকা বার্সেলোনার ব্রাজিলিয় তরুণ নেইমার পান ১ কোটি ৬২ লাখ পাউন্ড। আসছে মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পঞ্চম সর্বোচ্চ ১ কোটি ৩০ লাখ পাউন্ড পাবেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। শানদং লুনেং থেকে অনুরূপ অর্থ পাবেন পেল্লেও। সেখানে তিনি জুটি বাঁধবেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল থেকে তাঁর দলে যোগ দেয়া সেনেগালের স্ট্রাইকার পেপিস সিসের সাথে।
চীনা ফুটবলে বড় অংকের বিনিয়োগ ক্লাব ফুটবলের দলবদলের বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে বেশ কিছুদিন। বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া দশ ফুটবলারের চারজনই চীনা ক্লাবগুলোর। খেলার মান বা লিগের প্রতি বহির্বিশ্বের দর্শকদের আগ্রহ এখনও সেভাবে তৈরি না হলেও লোভনীয় সব প্রস্তাব ফেলে দিতে পারছেন না অনেক নামী ফুটবলারই। চলতি দলবদল মৌসুমে আরও কী চমক অপেক্ষা করছে চীনের তরফে, সেটাই এখন দেখার বিষয়।